বিজেপির ডিটেনশন ক্যাম্প হিটলারের গ্যাস চেম্বার, ডিটেনশন ক্যাম্প গুঁড়িয়ে দেব, সিএএ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য প্রসূন ব্যানার্জি

0
25

মালদা, ২২ মার্চঃ ফের বিতর্কিত মন্তব্য উত্তর মালদার তৃণমূল প্রার্থীর। এর আগে কেন্দ্রীয় বাহিনীকে বেলাগাম আক্রমণ করেছিলেন তৃণমূল প্রার্থী। এবার প্রচারে গিয়ে সিএএ আইন নিয়ে বিতর্কিত এবং বিভ্রান্তিকর মন্তব্য। ডিটেনশন ক্যাম্প গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি। পাল্টা তীব্র প্রতিক্রিয়া বিজেপির। তৃণমূল প্রার্থী আগে রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত হোক। অনেক গুড় বাতাসা চরাম চরাম বন্ধ হয়ে গেছে। সিএএ কারো নাগরিকত্ব কারবে না। উনি মানুষকে ভুল বোঝাচ্ছেন দাবি রাজ্য বিজেপির। সিএএ নিয়ে বিজেপি আক্রমণ করতে গিয়ে নিশানা রাহুল গান্ধী এবং কংগ্রেসকেও।

মাজার থেকে বেরিয়ে বিজেপির ডিটেনশন ক্যাম্পকে গুড়িয়ে দেওয়ার হুঙ্কার দিলেন উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের চাঁচল বিধানসভার রশিদাবাদ ও বরুই গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে এসে বিজেপির ডিটেনশন ক্যাম্প কে হিটলারের গ্যাস চেম্বারের সঙ্গে তুলনা করার পাশাপাশি গুড়িয়ে দেওয়ার নিদান দেন তিনি।

প্রসূন বলেন ‘মোদি ও অমিত শাহ দিল্লিতে বসে জমিদারি করছে। সিএএ কালা আইন লাগু করেছে। বাংলার মানুষ তাঁদের কথায় উঠবোস করবে এটা আমরা কখনো হতে দিব না,কথা দিলাম।’

এদিন মালদা জেলা পরিষদের সদস্যা মর্জিনা খাতুন ও জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলামের নেতৃত্বে চন্ডিপুর হাই স্কুল মাঠ থেকে শুরু হয় প্রসূনের ভোট প্রচার যাত্রা। চান্ডিপুর রাঁধা গোবিন্দ মন্দির ও মাজারে গিয়ে প্রার্থনা করেন। এর পর চা দোকানদার থেকে শুরু করে মুদি ও সবজি দোকানদারদের সঙ্গে করমর্দন করে ভোট প্রচারে করেন। ১০০ শতাংশ জয়ের আশা দিয়ে এলাকার সর্বসাধারণের সঙ্গে কথা বলেন। আর সেখানেই এই ধরনের বিতর্কিত মন্তব্য করেন তিনি। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here