‘রাজ্যে ১০ লক্ষ চাকরি রেডি আছে’, পুরুলিয়ায় দাবি মমতার

0
28

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৭ মে, পুরুলিয়াঃ রাজ্যে ১০ লক্ষ চাকরি তৈরি রয়েছে। কিন্তু আইনি প্যাঁচে আটকে যাচ্ছে সেই সমস্ত চাকরি। পুরুলিয়ার সভা থেকে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পুরুলিয়ায় নির্বাচনী সভা করেন তৃণমূলনেত্রী মমতা।

সেখানে তিনি এসএসসি মামলায় ২৫৭৫৩ জনের চাকরি বাতিল নিয়ে তোপ দেগে বলেন, ‘‘ছেলেমেয়েদের চাকরি খেয়ে নিল। শিক্ষক-শিক্ষিকাদের। আর ভোটের আগে বলছে, ‘হাম ভি কৌশিস করে গা!’ কিয়া করেগা? তুমিই তো সিবিআইকে দিয়ে রিপোর্ট করিয়ে যারা যোগ্য, সেই ছেলেমেয়েদেরও চাকরি খেয়ে নিয়েছ।’’

তার পরই মমতা বলেন, ‘‘আমার ১০ লক্ষ চাকরি রেডি (তৈরি) আছে। শুধু বিজেপি আর সিপিএমের লোকেরা কোর্টে চলে যাচ্ছে। আর একটা করে মামলা করছে। ওরা মামলা করলেই হাই কোর্ট দিয়ে দিচ্ছে।’’ বিজেপিকে নিশানা করে মমতার কটাক্ষ, ‘‘আমাদের বেলা জেল, ওদের বেলা বেল (জামিন)। এই করে মোদী বিজেপিকে করছে সেল। এই হয়ে গিয়েছে অবস্থা। তাই লড়াই নতুন করে লড়তে হবে।’’

এদিন উপস্হিত জনগণের উদ্দেশ্যে মমতা বলেন, ‘‘লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন সবাই? কৃষক ভাতার ১০ হাজার টাকা পাচ্ছেন? শিক্ষাশ্রী পাচ্ছেন? মেধাশ্রী পাচ্ছেন? সবুজ সাথীর সাইকেল পাচ্ছেন? কেউ না কেউ কিছু তো পাচ্ছেন। এখন মোদিবাবু বলছেন, বিনা পয়সায় গ্যাস দিচ্ছেন। দিয়েছেন? না কি গ্যাস বেলুন দিয়েছেন? এত মিথ্যা কথা বলতে পারে একটা লোক, আমি ভাবতেই পারি না।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here