“অস্ত্র নিয়ে মিছিল করার অধিকার কে দিয়েছে”? রাম নবমী নিয়ে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর

0
17

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৯ এপ্রিল, মুর্শিদাবাদ: প্রথম দফা ভোটের মধ্যেই রাম নবমীতে অস্ত্র মিছিল করা নিয়ে মুর্শিদাবাদের জনসভা থেকে বিজেপিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খানের সমর্থনে শুক্রবার হরিহরপাড়ার কিষাণমান্ডির মাঠে বক্তব্য রাখতে উঠে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বলেন,”পরশু একটা ছোট ঘটনা হয়েছিল। গতকালও এখানে ওরা একটা সমস্যা করতে চেষ্টা করেছিল।

ওসি এবং আমার এক ভাই আহত হয়েছে। মোট ১৯ জন আহত হয়েছে। কেন আপনারা অস্ত্র নিয়ে মিছিল করবেন ? রামনবমীতে ওদেরকে অস্ত্র নিয়ে মিছিল করার অধিকার কে দিয়েছে ? কে ওদেরকে মণিপুরে ২০০ চার্চ পোড়ানোর অধিকার দিয়েছে? কে মসজিদে বোমা ছোঁড়ার অধিকার দিয়েছে? কে অধিকার দিয়েছে সংখ্যালঘু দেখলেই এনআইএ ঢুকিয়ে দেওয়ার?”

মুর্শিদাবাদের শক্তিপুরে রামনবমী মিছিলে দুষ্কৃতী হামলার জন্য বিজেপি-র নাম না করে ঘুরিয়ে তাদেরই দায়ী করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রামনবমীর শোভাযাত্রায় কোনও অস্ত্র ব্যবহার করা যাবে না বলে আগেই, শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছিল হাইকোর্ট।

এদিকে  হাওড়ায় রামনবমীতে বিজেপির অস্ত্রমিছিল দেখা যায়। সেই অস্ত্র মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। সেই নিয়েই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিন ফের একবার ইন্ডিয়া জোট নিয়ে মুখ খোলেন তৃণমূল সুপ্রিমো। এই ইস্যুতে বাম-কংগ্রেসকে তুলোধোনা করেন তিনি।

মমতার কথায়, “বাংলায় ইন্ডিয়া জোট নেই। আমরা আছি। কেন্দ্রে সরকার হলে ইন্ডিয়া জোটকে আমরাই সাহায্য করব। আমরাই নেতৃত্ব দেব। বাংলা নেতৃত্ব দেবে। এখানে সিপিএম ও কংগ্রেস বিজেপির দালালি করে। তাই আমাদের সাথে ওদের কোনও সম্পর্ক নেই। কংগ্রেস-সিপিএম তো কেরালাতেই লড়াই করছে। এখানে কংগ্রেস ও সিপিএম আসন ভাগাভাগি করেছে। বিজেপির কাছ থেকে কিছু কিছু নিচ্ছে আর দিচ্ছে।” এরপরই তিনি মনে করান সেই প্রচলিত বাক্য। বলেন, ‘যত গর্জে, তত বর্ষে না। শূন্য কলসি, বড্ড বাজে বেশি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here