আজ থেকে শুরু উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং, স্বচ্ছতা রাখতে নেওয়া হল একাধিক সতর্কতা

0
108

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৬ নভেম্বর, কলকাতাঃ ‘কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের কাউন্সেলিং শুরু করল স্কুল সার্ভিস কমিশন। সোমবার সকাল ১০টা থেকে সল্টলেকে এসএসসির নতুন ভবনে কাউন্সেলিং শুরু হয়। জানা গিয়েছে, সব মিলিয়ে চাকরি প্রার্থীর সংখ্যা ১৩০০০ এর কিছু বেশি। ২ ডিসেম্বর পর্যন্ত চলবে কাউন্সেলিং পর্ব।

সূত্রের খবর, আজ ৩০০ জনকে ডাকা হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ২টো অবধি চলবে এই কাউন্সেলিং প্রক্রিয়া। রাজ্যে গত কয়েক মাস ধরেই শিক্ষক নিয়োগ দুর্নীতির নিয়ে তুঙ্গে তরজা। তাতে মুখ পুড়েছে কমিশনেরও। তাই কাউন্সেলিং প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে, একাধিক পদক্ষেপ করেছে কমিশন। জানা গেছে, কমিশনের অফিসে বসানো হয়েছে জায়ান্ট স্ক্রিন। সেখানে গোটা কাউন্সেলিং প্রক্রিয়া দেখানো হবে। কোন স্কুলে ক’টা আসন ফাঁকা আছে, তাও ফুটে উঠবে স্ক্রিনে।

কাউন্সেলিংয়ের প্রথমেই প্রার্থীদের নথি পরীক্ষা করাতে হবে। সেখানে ডিগ্রি থেকে ট্রেনিং, এমনকি জাতি শংসাপত্র পর্যন্ত যাচাই করবে এসএসসি।পাশাপাশি মেধাতালিকা অনুযায়ী প্রার্থীদের কাউন্সেলিংয়ে ডাকা হচ্ছে। কোন প্রার্থী কোন স্কুল বাছাই করেছেন তা দেখানো হবে ওই স্ক্রিনে। কাউন্সেলিং হলেও এখনই নিয়োগ করতে পারবে না এসএসসি। কাউন্সেলিংয়ের পর আদালতকে তালিকা দিতে হবে। তারপরই নিয়োগ নিয়ে হাইকোর্ট চূড়ান্ত নির্দেশ দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here