‘আমি বোলার দেখি না, বল দেখি’, বর্ধমানে পা রেখেই প্রতিপক্ষকে ক্রিকেটের পাঠ শেখালেন দিলীপ

0
42

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৫ মার্চ, বর্ধমানঃ একদিকে প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিক কীর্তি আজাদ, অন্যদিকে দিলীপ ঘোষ। লোকসভার লড়াই একেবারে জমজমাট বর্ধমান-দুর্গাপুরে। রবিবার বিজেপি প্রার্থী হিসাবে দিলীপের নাম ঘোষণা হয়েছে। এরপরই এলাকায় পা রাখেন দিলীপ ঘোষ।

বর্ধমানে তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন, আপনার বিপরীতে প্রার্থী জাতীয় দলের ক্রিকেটার কীর্তি আজাদ। উত্তরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, আমার বিপরীতে কে আছে আমি দেখি না। আমি বোলার দেখি না, বল দেখি। নতুন কেন্দ্রে কি অসুবিধা হবে? দিলীপের সপাট জবাব, বর্ধমান দুর্গাপুর আমার চেনা মাঠ।

এখানে আমি গ্রামে গ্রামে গিয়েছি, প্রত্যেকটা এলাকায় আমি চিনি। লোকেও আমাকে চেনে, আমি যদি গ্রামে হাঁটি লোক ডেকে আমাকে জিজ্ঞেস করে, ‘দিলীপ বাবু কেমন আছেন?’ আমি গ্রামে হাঁটব, সকালবেলা উঠে গ্রামে চা খেতে বের হব, আমি ভাষণ দেওয়ার লোক নই।

দিলীপের আরও সংযোজন, ‘মেদিনীপুরে আমি পিচ তৈরি করেছি, আমার হাতে টিম ছিল, কোন প্রশ্নই ছিল না। এখানে পিচ যেমনই হোক, টিম যারই হোক, ব্যাটসম্যান আমি, আমার সঙ্গে ফিল্ডারদের ঢেউ আছে। সবে শুরু হল, প্রথম বলেই ছক্কা হয়ে গেল।’ এদিকে জয় নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। তিনি বলেন, “তৃণমূল এখানে ৯৯ শতাংশ জয় পেয়েই গিয়েছে। ১ শতাংশ সময়ের অপেক্ষা।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here