মীনাক্ষীর নেতৃত্বে ডিওয়াইএফআই-এর এসপি অফিস ঘেরাও ঘিরে তুলকালাম বসিরহাটে, লাঠিচার্জ পুলিশের

0
21

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২ মার্চ, বসিরহাটঃ সন্দেশখালি কাণ্ডের প্রতিবাদে বাম যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের বসিরহাটে পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার বাধল। শনিবার বসিরহাট টাউন হল থেকে মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে ডিওয়াইএফআইয়ের মিছিল রওনা দেয় এসপি অফিসের দিকে।

মিছিল আটকাতে আগে থেকেই ব্যারিকেড করেছিল পুলিশ। সেই ব্যারিকেড ভেঙে এগোতে গেলে বাধা দেয় পুলিশ। বাম কর্মী-সমর্থকরা সেই বাধা উপেক্ষা করে এগোতেই তাদের রুখতে বেপরোয়া লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। লাঠির ঘায়ে বেশ কয়েকজন বাম কর্মী-সমর্থক জখম হয়েছেন বলে দাবি।

প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন মিনাক্ষীরা। মিনাক্ষী বলেন, ‘‘বসিরহাটের পুলিশ শাহজাহানকে জামাই আদর করে রাখে। মহিলাদের উপর অত্যাচার হলে থানায় বসে থাকে। আর এরা আমাদের আটকাচ্ছে। শাহজাহানকে ভিতরে যেতে হয়েছে। আর এখন ঘটনার প্রতিবাদ জানাতে এলে আমাদের রুখে দেওয়া হচ্ছে।”

রাস্তায় বসে প্রতিবাদ করছিলেন মিনাক্ষীরা। মীনাক্ষীদের ধর্নায় অবরুদ্ধ হয়ে পড়ে বসিরহাট-তেঁতুলিয়া রোড। কিছু ক্ষণ পর পুলিশের তরফ থেকে তাঁদের পাঁচ জনকে পুলিশ সুপারের কাছে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এরপর পুলিশ সুপারকে ডেপুটেশন জমা দেন মীনাক্ষীরা। দিনকয়েক আগেই সন্দেশখালি পৌঁছে যান মীনাক্ষী মুখোপাধ্যায়।

একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও, পুলিশের চোখে ধুলো দিয়ে ঘুরপথে সন্দেশখালি ঢুকে যান ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক। মীনাক্ষী নিজের মুখ ওড়না দিয়ে ঢাকা দিয়ে সন্দেশখালি প্রবেশ করেন। যদিও পরে টের পেতেই পুলিশ আটকে দেয় তাঁকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here