প্রাথমিকে দুর্নীতি তদন্তে পার্থ-ঘনিষ্ঠ প্রোমোটারের বাড়িতে হানা ইডির, অভিযান আরও চার জায়গায়

0
18

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৬ ফেব্রুয়ারি, কলকাতাঃ প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে নামল ইডি। শুক্রবার সকাল থেকেই কলকাতার পাঁচটি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তারের পর জেলবন্দি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার সকাল ৭টা নাগাদ তদন্তকারীদের একটি দল হানা দেয় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ প্রোমোটার রাজীব দে-র নাকতলার বাড়িতে।

পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির ঠিক উল্টোদিকেই ব্যবসায়ী রাজীব দে’‌র পাঁচতলা বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। পাশাপাশি ব্যবসায়ীর শ্রীরাম কনস্ট্রাকশনের অফিসেও তল্লাশি চালাচ্ছে ইডি। ইডি সূত্রে খবর, বিপুল পরিমাণ কালো টাকা বাজারে খাটিয়েছেন পার্থ ঘনিষ্ঠ এই প্রোমোটার। তাঁর নামে একাধিক বেনামি সম্পত্তি রয়েছে বলে দাবি করা হচ্ছে ইডি সূত্রে।

এর আগেও ৩–৪ বার রাজীব দে’‌কে নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। জানা গেছে রাজীব দে ছাড়াও তাঁর পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করছে ইডি। গত সপ্তাহেই পার্থ ঘনিষ্ঠ কাউন্সিল বাপ্পাদিত্য দাশগুপ্তকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। জানা যাচ্ছে, বাপ্পাদিত্যর কাছে কয়েকজন প্রোমোটারের বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। ৫ প্রোমোটারের সঙ্গে পার্থর যোগ ছিল বলে সন্দেহ রয়েছে ইডি আধিকারিকদের।

সেই সূত্রেই রাজীব দে-র নাম উঠে এসেছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর পার্থের স্ত্রী’র পাশাপাশি একটি কোম্পানিতে ডিরেক্টর পদে ছিলেন রাজীব। ২০২০ সালে মৃত্যু হয় পার্থের স্ত্রী’র। তারপর পার্থের পরিবারের এক সদস্যকে ডিরেক্টর পদে বসানো হয়েছিল। ওই সংস্থার মাধ্যমে বিপুল পরিমাণ কালো টাকা বাজারে খাটানো হয়েছে কিনা, সেই বিষয়টিও কেন্দ্রীয় সংস্থার অফিসাররা খতিয়ে দেখবেন বলে খবর। পাশাপাশি, বালিগঞ্জ ফাঁড়ি, বাঁশদ্রোণী এলাকাতেও চলছে ইডির তল্লাশি অভিযান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here