‘পাকিস্তান চুড়ি পরে বসে নেই’ পাক অধিকৃত কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্য ফারুক আবদুল্লার

0
76

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৬ মে, নয়াদিল্লিঃ রবিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অদূর ভবিষ্যতেই ভারতের সঙ্গে মিশে যাবে পাক অধিকৃত কাশ্মীর। রাজনাথ সিংয়ের সেই কথার কড়া প্রতিক্রিয়া দিয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা।

প্রতিরক্ষামন্ত্রীকে তাঁর পরামর্শ, মনে রাখবেন, ‘পাকিস্তান চুড়ি পরে বসে নেই। ওদের হাতেও পরমাণু বোমা আছে।’ রবিবার এক সাক্ষাৎকারে রাজনাথ বলেন, “পাক অধিকৃত কাশ্মীর নিয়ে আমাদের দাবি ও অবস্থান একই থাকবে। এই অংশ ভারতের ছিল, আছে, থাকবে। আমাদের জোর করে PoK দখল করার প্রয়োজন নেই। সেখানকার বাসিন্দারা কাশ্মীরের উন্নয়ন দেখছেন। কীভাবে দিন দিন আর্থিক অবস্থা ভালো হচ্ছে উপত্যকার মানুষদের তাও তাঁরা দেখছেন। ফলে পাক অধিকৃত কাশ্মীরের ভাই-বোনেরা নিজে থেকেই আমাদের দেশের অংশ হবেন। অধিকৃত কাশ্মীর আবার ভারতের সঙ্গে মিশে যাবে।”

তিনি আরও জানান, ‘‌পাক অধিকৃত কাশ্মীর ভারতের ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।’‌ প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে ফারুক আবদুল্লা বলেন, ‘‌প্রতিরক্ষামন্ত্রী এই কথা বলে থাকলে, তিনি তা করুন। আমরা আটকানোর কে? কিন্তু মনে রাখবেন, তারাও (পাকিস্তান) চুড়ি পরে বসে নেই। তাদের কাছে পরমাণু বোমা আছে। দুর্ভাগ্যবশত, সেই পরমাণু বোমা আমাদের উপর পড়বে।’‌

খুব স্বাভাবিকভাবেই ভোটের সময় ফারুকের মন্তব্য নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিজেপির দাবি, সরাসরি পাকিস্তানের সমর্থনে কথা বলেছেন এনসি-র প্রধান। ফারুকের দলের তরফে অবশ্য দাবি করা হয়েছে, দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে লড়াই শুরু হলে তার পরিণতি যে ভয়ঙ্কর হতে পারে সে কথাই বোঝাতে চেয়েছেন ফারুক। তারপরেও অবশ্য বিতর্ক থামছে না।

প্রসঙ্গত,পাক অধিকৃত কাশ্মীর নিয়ে রবিবার মুখ খুলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। তিনি বলেন, পাক অধিকৃত কাশ্মীর ভারতের। ভারতের সংসদে এনিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরের কথা মানুষকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। এখন তা আবার মানুষের মনে ফিরছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here