অবশেষে শিলিগুড়িতে হতে চলেছে গোর্খা শ্রমিক ভবন

0
2

খবরিয়া২৪ নিউজ ডেস্ক, ৩০ জানুয়ারিঃ পাহাড়ের শ্রমিকদের জন্য এবার শিলিগুড়িতে হতে চলেছে গোর্খা শ্রমিক ভবন। পাহাড়ের শ্রমিকদের বহুদিনের দাবি ছিল এই শ্রমিক ভবন। কারণ বহু সময় শ্রমিকদের চিকিৎসা, ছেলেমেয়েদের পড়াশোনা সহ এইরকম একাধিক কারণে সমতল অর্থাৎ শিলিগুড়িতে আসতে হতো শ্রমিকদের এবং যার ফলে দেখা যেত থাকার সমস্যার সম্মুখীন হতো তারা।

যে কারণে পাহাড়ের শ্রমিকরা গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের চিফ এক্সকিউটিভ অনিত থাপার কাছে আবেদন জানান শিলিগুড়িতে একটি গোর্খা শ্রমিক ভবন তৈরি করার। সেই মতো গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের চিফ এক্সকিউটিভ অনিত থাপা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে চিঠি পাঠান এবং বিষয়টিকে দ্রুত সমাধানের আবেদন জানান।

অবশেষে রাজ্য সরকারের তরফে শ্রম মন্ত্রী মলয় ঘটক তিনি গতকাল শিলিগুড়ি আসেন এবং গোর্খা শ্রমিক ভবন তৈরি করার অনুমতি প্রদান করেন রাজ্যসরকারের তরফে। পাশাপাশি তিনি শিলিগুড়ির শ্রমিক ভবনেই ১০কাঠা জমি গোর্খা শ্রমিক ভবন তৈরি করার জন্য প্রদান করেন।

সেই মতো মঙ্গলবার গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের ডেপুটি চেয়ারম্যান রাজেশ চোহান তিনি নিজে ইঞ্জিনিয়ার এবং শিলিগুড়ি শ্রমিক ভবনের অধিকর্তাদের সঙ্গে নিয়ে এসে জায়গা মাপা সহ সম্পূর্ণ বিষয়ের তদারকি করেন। এবং তিনি আশ্বাসদেন যে খুব দ্রুতই গোর্খা শ্রমিক ভবন তৈরি করা হবে এই জায়গায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here