স্বস্তিতে ইমরান, তোষাখানা মামলায় জামিন পেলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী

0
6

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৯ অগাস্ট, ইসলামাবাদঃ স্বস্তি পেলেন ইমরান খান। তোষাখানা মামলায় মঙ্গলবার জামিন পেলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। এই মামলায় ইমরানকে তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। মঙ্গলবার সেই নির্দেশে স্থগিতাদেশ দিল ইসলামাবাদ হাই কোর্ট।

গত ৫ আগস্ট তোষাখানা মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে তিন বছরের সাজা শুনিয়েছিল নিম্ন আদালত। এর পাশাপাশি ১ লক্ষ টাকার জরিমানাও করা হয়েছিল তাঁকে। বলা হয়েছিল, অনাদায়ে আরও ৬ মাস জেলে থাকতে হবে তাঁকে এবং পাঁচ বছর কোনও নির্বাচন লড়তে পারবেন না তিনি।

প্রসঙ্গত, পিটিআই প্রধান ইমরানের বিরুদ্ধে একাধিক মামলা চলছে। যার মধ্যে তোষাখানা মামলা অন্যতম। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি পদের অপব্যবহার করেছিলেন বলে অভিযোগ। প্রধানমন্ত্রী হিসেবে পাওয়া উপহার সামগ্রী তোষাখানায় জমা না করে বিপুল অর্থের বিনিময়ে বিক্রি করে দিয়েছেন তিনি বলে অভিযোগ।

এদিন, পিটিআই চেয়ারম্যান ইমরানের এই সাজাই স্থগিত করল ইসলামাবাদ হাই কোর্ট। পাশাপাশি তাঁকে জামিনে মুক্তির নির্দেশও দেওয়া হল। প্রসঙ্গত, ইনরানকে সে দেশের নিম্ন আদালত সর্বোচ্চ সাজা দিয়েছিল। যে কারণে নিম্ন আদালতের রায়ে সেনা ও সরকারের হাত আছে বলে অভিযোগ তোলে ইমরানের দল।

ইসলামাবাদ আদালত গত সপ্তাহে স্পষ্ট করে দেয়, ইমরানের বিচারে গুরুতর অনিয়ম করেছে নিম্ন আদালত। মঙ্গলবার ইসলামাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক ও তারেক মেহমুদের ডিভিশন বেঞ্চ প্রাক্তন প্রধানমন্ত্রীর সাজায় স্থগিতাদেশ জারি করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here