ভোট হোক অবাধ ও শান্তিপূর্ণ, প্রার্থনা জানিয়ে কালীঘাটে পুজো দিলেন রাজ্যপাল বোস

0
23

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৯ এপ্রিল, কলকাতা: বাংলায় অবাধ ও শান্তিপূর্ণ ভোটের প্রার্থনায় কালীঘাট মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যপাল জানান সকালে তাঁর কিছু কর্মসূচি আছে তারপরে সারাদিনই তিনি তাঁর পিস রুমে থাকবেন। উত্তরবঙ্গের সফর বাতিল হলেও যেখানে অশান্তির খবর আসবে সেখানেই তিনি ছুটে যাবেন বলে জানান রাজ্যপাল।

বোস বলেন, ‘বাংলার মানুষ শান্তি ও সম্প্রীতি চান এবং তাঁদের সেটা প্রাপ্য। রাজ্যে আইনশৃঙ্খলা নিশ্চিত করতে হবে, বিশেষত নির্বাচনের সময়ে। হিংসা যে কোনওভাবে আটকাতে হবে। যে কোনও ধরনের হিংসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, আর সেটা এখন নির্বাচন কমিশনের দায়িত্ব, তাদের সেটা করা উচিত।’

এদিন কোচবিহার সফর প্রসঙ্গেও মুখ খোলেন রাজ্যপাল। বোস বলেন, ‘আমি উত্তরবঙ্গ যেতে চেয়েছিলাম, সেটা একটা রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়ায়। আমি চাই না রাজ্যপাল রাজনৈতিক দাবাখেলার অংশ হয়ে উঠুক। তাই কলকাতায় থাকার সিদ্ধান্ত নিই। তবে মানুষের যেখানেই আমায় প্রয়োজন হবে, আমি সেখানেই পৌঁছে যাব।’

তিনি আরও বলেন, ‘আমি এখন পিস রুমে আরও সময় কাটাব। কিছু কারণের জন্য আমি উত্তরবঙ্গে যাচ্ছি না, তবে মানুষের জন্য ২৪x৭ আমি উপলব্ধ থাকব। আমি থাকব, আমার কর্মীরা থাকবেন। ইমেল বা টেলিফোনে কেউ কোনও অভিযোগ জানালে তার ব্যবস্থা গ্রহণ করা হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here