বেলা ১১টা পর্যন্ত কত শতাংশ ভোট পড়ল উত্তরবঙ্গের তিন কেন্দ্রে জানুন

0
31

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৯ এপ্রিলঃ আজ শুক্রবার, গোটা দেশের ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রথম দফায় মোট ১০২ আসনে ভোটগ্রহণ হচ্ছে। ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ চলছে। পশ্চিমবঙ্গের তিন আসন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার লোকসভা কেন্দ্রেও চলছে ভোটগ্রহণ পর্ব।

জানা গেছে, সকাল ১১টা পর্যন্ত জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার— এই তিন কেন্দ্রে সামগ্রিক ভাবে ৩২ শতাংশ ভোট পড়ল। নির্বাচন কমিশনের তরফে তেমনই জানা গিয়েছে। ভোটদানের হারে সবার প্রথমে আছে আলিপুরদুয়ার। সেখানে ভোট পড়েছে ৩৫.২০ শতাংশ। তার পরেই রয়েছে কোচবিহার। সেখানে ভোট পড়েছে ৩৩.৬৩ শতাংশ। জলপাইগুড়িতে ভোট পড়েছে ৩১.৯৪ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here