মঙ্গলবার চোপড়ায় যাচ্ছেন রাজ্যপাল, আজ রাতের ট্রেনেই রওনা দেবেন

0
18

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৯ ফেব্রুয়ারি, কলকাতাঃ চোপড়ায় চার শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। এই ইস্যুতে রাজভবনে গিয়ে রাজ্যপাল বোসের সঙ্গে দেখাও করে তৃণমূলের প্রতিনিধি দল। তৃণমূলের প্রতিনিধি দলের দাবি মেনে এবার চোপড়ায় যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার রাতেই তিনি চোপড়ার উদ্দেশে রওনা দেবেন। রাতে দার্জিলিং মেলে করে কিষাণগঞ্জে পৌঁছবেন। মঙ্গলবার সড়কপথে চোপড়ায় পৌঁছবেন রাজ্যপাল।

উল্লেখ্য, গত সোমবার চেতনাগাছে মাটি চাপা পড়ে ৪ শিশুর মৃত্যু হয়। বিএসএফ ওই এলাকায় একটি নর্দমা কাটছিল। সেখানেই খেলাধুলা করার সময় আচমকা মাটি চাপা পড়ে মৃত্যু হয় শিশুদের। বিএসএফ জওয়ানেরা তাঁদের উদ্ধার করে চোপড়ার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানেই চার শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

এ নিয়ে বিএসএফের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে আন্দোলনে নামে তৃণমূল। বিএসএফের তরফে অবশ্য বিবৃতি দিয়ে বলা হয়, তারা কোনও খননকার্য চালায়নি। গত মঙ্গলবার এনিয়ে পদক্ষেপ করতে ১২ সদস্যের প্রতিনিধি দল গড়ে তৃণমূল। এরপরই গত বৃহস্পতিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে তৃণমূলের প্রতিনিধিদল।

সেই দলে ছিলেন কুণাল ঘোষ, ব্রাত্য বসু এবং চন্দ্রিমা ভট্টাচার্য-সহ ন’জন প্রতিনিধি। সাক্ষাৎ শেষে তৃণমূলের প্রতিনিধিদল জানায়, রাজ্যপালকে তাঁরা চোপড়ায় যাওয়ার জন্য আর্জি জানিয়েছিলেন। সেদিনই চোপড়ায় যাওয়ার আশ্বাস দেন রাজ্যপাল। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সোমবার চোপড়ায় যাচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here