‘১০ পয়সার হিসাব দিলে রাজনীতি ছেড়ে দেব’ ‘সুকান্ত গড়ে’ দাঁড়িয়ে রাজ্য সভাপতিকে চ্যালেঞ্জ অভিষেকের

0
44

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৮ মার্চঃ লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই জোর কদমে প্রচারে নেমেছে তৃণমূল শিবির। সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে জনসভা করলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভামঞ্চ থেকে এবার সরাসরি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক। ১০ পয়সার হিসাব দিলে রাজনীতি করবেন না বলেই দাবি তাঁর।

বাংলার নির্বাচনে হেরে কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ বন্ধ করে দিয়েছে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের লোকসভা কেন্দ্রে গিয়ে তাঁকেই সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক। তিনি বলেন, “গত তিন বছরে আবাস এবং ১০০ দিনের কাজের প্রকল্পে ১০ পয়সা বরাদ্দ করা নিয়েও যদি বিজেপি শ্বেতপত্র প্রকাশ করতে পারে, তবে রাজনীতির ময়দানে পা রাখব না।” এই নিয়ে তর্কে অংশ নেওয়ার সুকান্তকে খোলা আহ্বানও জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এদিন বালুরঘাট লোকসভা কেন্দ্রে প্রচারে গিয়ে সুকান্তকে তোপ দাগলেন অভিষেক। অভিষেক বলেন, “যাঁকে ভোট দিয়ে জেতালেন, তিনি বলছেন বাংলার টাকা আটকে রাখো। তাঁকে কি ভোট দেবেন?”

অভিষেক আরও বলেন, “এই কেন্দ্রের সাংসদ সংবাদমাধ্যমের সামনে বলেছিলেন, আমি একটা ফোন করব আর টাকা চলে আসবে। তা হলে বুঝতে পারছেন, আপনাদের টাকা কে আটকে রেখেছে ?”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here