‘বড় কেউ জড়িয়ে থাকলেও ধরুন’! গার্ডেনরিচকাণ্ডে মন্তব্য নওশাদের

0
17

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৯ মার্চঃ রবিবার রাত থেকে নজরে গার্ডেনরিচ। মধ্যরাতে আচমকা নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে একাধিক ঝুপড়ির ওপর। শেষ পাওয়া খবর অনুযায়ী এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের, আহত বহু। গুরুতর জখমদের চিকিৎসা চলছে হাসপাতালে। আর সেই গার্ডেনরিচ কাণ্ডে নিয়ে চড়ছে রাজনীতির রং৷ ঝুপড়ির উপর বে-আইনি ভাবে নির্মিত বহুতল বাড়ি ভেঙে পড়ার ঘটনার দায় কলকাতা পুরসভা এবং প্রশাসনকে নিতে হবে বলেই দাবি জানালেন নওশাদ সিদ্দিকি।

মঙ্গলবার সকালে গার্ডেনরিচের দুর্ঘটনাস্থলে উপস্থিত হন আইএসএফ নেতা তথা বিধায়ক। ওই ঘটনাস্থল ঘুরে দেখে, তিনি, কথা বলেন স্থানীয়দের সঙ্গে। সেখানে দাঁড়িয়েই শহরের বুকে জলাশয় বুজিয়ে বেআইনি নির্মাণ নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

তাঁর দাবি, যেভাবে জলাশয় বুজিয়ে অবৈধ নির্মান চলছে,এর ফলাফলের দায় নিতে হবে পুরসভা এবং প্রশাসনকে। গোটা ঘটনায় কেবল প্রমোটারকে গ্রেপ্তার নয়, এই ঘটনায় যাঁরা যুক্ত, সকলকে গ্রেপ্তার করার দাবি তুলেছেন তিনি। যাঁদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যাঁরা হারিয়েছেন স্বজন, তাদের দায় সরকারকে নিয়ে হবে বলেও এদিন সুর চড়ান নওশাদ।

এই সব কিছু ছাপিয়ে নওশাদ বলেন, ‘‘তদন্তে যদি কোনও বড় নাম উঠে আসে, সেটা দেখলে চলবে না। যাঁরা যাঁরা দায়ী সকলকে গ্রেফতার করতে হবে।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here