মালদা, ১৩ অক্টোবরঃ গঙ্গা ভাঙন রোধ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে সোমবার উত্তাল হয়ে ওঠে মালদার মানিকচক। ভূতনির ভাঙন-কবলিত এলাকাগুলির ছাত্র ও যুবকদের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ ও পথ অবরোধের ঘটনা ঘটে ব্লক অফিসের সামনে।
সকালে ভূতনি ব্রিজ থেকে এক মিছিল শুরু হয়, যেখানে শতাধিক ছাত্র, যুবক ও সাধারণ মানুষ অংশ নেন। মিছিলটি মানিকচক ব্লক অফিসে পৌঁছে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের দাবি — দ্রুত গঙ্গা ও ফুলহর নদীর ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ এবং ভূতনির জীবনরক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ।
গত দুই বছর ধরে ভূতনি চরের তিনটি অঞ্চল ভয়াবহ বন্যা ও ভাঙনের কবলে পড়েছে। শত শত ঘরবাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে, বাস্তুচ্যুত হয়েছে লাক্ষাধিক মানুষ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের বারংবার আশ্বাস সত্ত্বেও ভাঙন রোধে কার্যকর কোনও উদ্যোগ নেওয়া হয়নি। ফলে তারা বাধ্য হয়েই রাস্তায় নামতে বাধ্য হয়েছে।
বিক্ষোভকারীদের দাবি, “আমরা বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি। কিন্তু এখনো স্থায়ী বাঁধের কাজ শুরু হয়নি। যদি এবারও সরকার ব্যবস্থা না নেয়, তবে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামব।”
প্রায় এক ঘণ্টা ধরে রাজ্য সড়ক অবরোধের ফলে যান চলাচল ব্যাহত হয়। অবশেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়, তবে আন্দোলনকারীরা তাদের দাবি থেকে সরেননি।
ভূতনির ছাত্র-যুবরা জানিয়েছে, “ভাঙন রোধে স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”প্রশাসনের তরফে এদিন কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।