তৃণমূলে যোগ দিচ্ছেন আইপিএস, বালুরঘাটে প্রার্থী করা নিয়ে জোর জল্পনা

0
115

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৯ মার্চঃ ফের এক আইপিএস অফিসার যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসে। সূত্রের খবর, লোকসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করতে চলেছে রাজ্যের শাসক দল। সব ঠিক থাকলে বালুরঘাট থেকে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়। তাঁর টক্কর হবে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। বর্তমানে প্রসূনবাবু বালুরঘাট রেঞ্জের আইজি পদে কর্মরত। এছাড়া এই আইপিএস অফিসার কর্মজীবনের বেশিরভাগ সময়টাই কাটিয়েছেন দুই দিনাজপুর সংলগ্ন এলাকায়। দক্ষিণ দিনাজপুরে দু’দফায় পুলিশ সুপার ছিলেন। তাই বালুরঘাট লোকসভা আসনটি এখন চর্চার কেন্দ্রে উঠে এসেছে। সুকান্ত মজুমদার এবারও এখান থেকে প্রার্থী হয়েছেন বিজেপির।তিনি তৃনমূলে যোগ দিলে লোকসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করতে পারে রাজ্যের শাসক দল।

জানা গিয়েছে, তিনি ইতিমধ্যে স্বেচ্ছাবসরের আবেদন করেছেন। আবেদন গৃহীত হওয়ার আগে প্রয়োজনীয় কিছু প্রশাসনিক প্রক্রিয়া নবান্নের তরফে শুরু করা হয়েছে বলে খবর। ২০০৬ সালের এই আইপিএস অফিসারের ২০২৯ সালে অবসর নেওয়ার কথা। অর্থাৎ, চাকরির মেয়াদ শেষ হওয়ার পাঁচ বছর আগেই তিনি স্বেচ্ছাবসর নিয়ে তিনি রাজনীতিতে যোগ দিতে চলেছেন।

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে একইভাবে স্বেচ্ছাবসর নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন আইপিএস হুমায়ুন কবীর। পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে তাঁকে বিজেপির ভারতী ঘোষের বিরুদ্ধে প্রার্থী করেছিল তৃণমূল। আগেও অনেক আইএএস ও আইপিএস অফিসার তৃণমূল কংগ্রেসের টিকিটে ভোটে লড়েছিলেন। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হায়দর আজিজ সফি, সুলতান সিং, রচপাল সিং, চৌধুরীমোহন জাটুয়া, উপেন বিশ্বাস, মণীশ গুপ্ত। সদ্য জহর সরকারকে রাজ্যসভায় পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here