ভোটের মুখে চেতলায় ব্যবসায়ীর অফিসে আয়কর হানা, উদ্ধার ৭৫ লক্ষ টাকা! জারি তল্লাশি

0
29

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৯ মার্চ, কলকাতাঃ ভোটের মুখে চেতলায় ব্যবসায়ীর বাড়িতে আয়কর হানায় উদ্ধার হল ৭৫ লক্ষ টাকা। টাকা গোনার কাজ এখনও চলছে বলে জানা গিয়েছে। আয়কর দপ্তর সূত্রে খবর, ওই ব্যবসায়ীর ছাতুর ব্যবসা রয়েছে। ব্যবসায়ীর আয়ের সঙ্গে ওই টাকার সঙ্গতি পাওয়া যায়নি বলেই আয়কর আধিকারিকদের দাবি।

জানা গেছে ওই ব্যবসায়ীকে জেরা করে আরও এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে আয়কর বিভাগ।
আয়কর দপ্তর সূত্রে খবর, ওই সংস্থার বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ পেয়েছিলেন। এরপরেই অভিযান চালানো হয়। সেখানে গত ৪৮ ঘণ্টা ধরে আয়কর দফতর তল্লাশি চালায়।

প্রায় ৭৫ লক্ষ টাকারও বেশি উদ্ধার হয়েছে। টাকা গোনা এখনও চলছে। গোয়েন্দাদের অনুমান সেই টাকার পরিমাণ আরও বাড়তে পারে। জানতে পারা গিয়েছে, এত টাকা কোথা থেকে এল, টাকার উৎস কী তার কোনও উত্তর দিতে পারেনি সংস্থার মালিক।

এমনকী কোনও নথিও জমা দিতে পারেনি। ইতিমধ্যে এই টাকা উদ্ধারের বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি আগামী সপ্তাহে সংস্থার মালিককে আয়কর দফতরের অফিসে ডেকে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here