শুভেন্দুর হাত ধরে ঘর ওয়াপসি, তৃণমূল থেকে বিজেপিতে ফিরলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন

0
204

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৮ ফেব্রুয়ারি, কলকাতাঃ তৃণমূল ছেড়ে বিজেপিতে ফিরলেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। কলকাতায় শুভেন্দু অধিকারীর হাত ধরে ‘ঘর ওয়াপসি’ হল তাঁর। একুশের ভোটে কালিয়াগঞ্জ বিধানসভা আসন থেকে জিতেছিলেন বিজেপির সৌমেন রায়। কিন্তু, মাস ছ’য়েকের মধ্যেই বিধায়ক পদ্মফুল ছেড়ে ঘাসফুলে নাম লিখিয়েছিলেন।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে শাসকদলে গিয়েছিলেন তিনি। গত তিন মাস ধরে তিনি শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রাখছিলেন। এর পর বুধবার দলীয় কার্যালয়ে বিধায়কদের সঙ্গে শুভেন্দুর বৈঠকে সৌমেন বিজেপিতে যোগ দেন। বিজেপিতে যোগদানের পর সৌমেন বলেন, ‘‘চাপের মুখে দল বদল করেছিলাম। তৃণমূলে গেলেও মন ছিল বিজেপিতে। শাসকদলে থেকে কাজ করতে পারছিলাম না। তাই ফিরে এলাম।’’

এদিন শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে তাঁকে বিজেপির সল্টলেক দপ্তরে গলায় গেরুয়া উত্তরীয় পড়ে বসে থাকতে দেখা যায়। দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই তাঁকে দলে ফেরানো হয়েছে বলে জানান শুভেন্দু। এই ঘর ওয়াপসির নেপথ্যে রাজবংশী সমাজের প্রতিনিধি তথা বিজেপির রাজ্যসভার বিধায়ক অনন্ত মহারাজ রয়েছেন বলেও জানিয়েছেন শুভেন্দু।

এদিকে রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরি জানান, যাঁরা তৃণমূলে গিয়েছে তাঁদের সকলকেই বিজেপিতে একদিন ফিরতে হবে।তবে এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। এ প্রসঙ্গে উত্তর দিনাজপুরের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানান, “গদ্দার গেল কি এল তাতে দলের কিছু যায় আসে না। এতে আমাদের দল আরও শক্তিশালী হল।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here