রাজভবন কাণ্ডে কোনও ব্যক্তির বিরুদ্ধে তদন্ত নয়, অনুসন্ধান চলছে মূল ঘটনা নিয়ে, জানাল লালবাজার

0
50

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৬ মে, কলকাতাঃ রাজভবনে শ্লীলতাহানি কাণ্ডে কোনও ব্যক্তির বিরুদ্ধে তদন্ত হচ্ছে না। কলকাতা পুলিশের বিশেষ অনুসন্ধান দল তদন্ত করছে তরুণীর মূল অভিযোগ নিয়ে। সোমবার একথাই জানাল লালবাজার। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে উঠেছে শ্লীলতাহানির অভিযোগ।

সম্প্রতি রাজভবনের এক অস্থায়ী কর্মী রাজ্যপালের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন। ঘটনার তদন্তে আট সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে লালবাজার। সেই কমিটি রাজভবনের ওসির আছে সিসিটিভি ফুটেজ চেয়েছিল। যা এখনও মেলেনি বলে জানা গেছে। এদিকে ওই অস্থায়ী কর্মীর অভিযোগ উড়িয়ে দিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস আগেই জানিয়েছেন, ‘‌এটি গভীর ষড়যন্ত্র।’‌

রবিবার এক্সে ফের বিবৃতি দেন রাজ্যপাল। বিবৃতিতে সংবিধানের ৩৬১ (২), (৩) ধারার উল্লেখ রয়েছে। ওই ধারা অনুযায়ী, স্বপদে থাকাকালীন কোনও রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত করা যেতে পারে না। তাঁকে গ্রেপ্তার করাও সম্ভবপর নয়। তাই তাঁর বিরুদ্ধে তদন্ত এগিয়ে যাওয়া সম্ভব নয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী পুলিশ রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে SET গঠন করেছে। রাজভবনের ওসির কাছ থেকে সিসিটিভি ফুটেজও চাওয়া হয়েছে। কোনও সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে পুলিশের তদন্ত করার আদৌ এক্তিয়ার আছে কিনা, সেই প্রশ্নও তোলা হয়।

আর তার ঠিক পরদিন তদন্তের গতিপ্রকৃতির অবস্থান স্পষ্ট করল লালবাজার। পুলিশের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, তারা আদৌ কোনও ব্যক্তিবিশেষের বিরুদ্ধে অনুসন্ধান করছে না। বৃহস্পতিবার রাতে হেয়ার স্ট্রিট থানা যে অভিযোগপত্র পেয়েছে, তা একটি নির্দিষ্ট ঘটনা সংক্রান্ত। কোনও ব্যক্তিবিশেষের বিরুদ্ধে নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here