গার্ডেনরিচের দুর্ঘটনা থেকে শিক্ষা, দুর্ঘটনাস্থলের একাধিক বাড়ির স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত কলকাতা পুরসভা

0
9

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৯ মার্চঃ গতকাল গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনা থেকে শিক্ষা নিচ্ছে কলকাতা পুরসভা। এবার দুর্ঘটনাস্থলের আশপাশে থাকা একাধিক বাড়ির স্বাস্থ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা কর্তৃপক্ষ। সূত্রের খবর, স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু করতে মঙ্গলবার ঘটনাস্থলে গিয়েছেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা।

গতকাল ওই বহুতল ভেঙে পড়ার পর স্থানীয়দের অভিযোগ, একাধিক বাড়ি আংশিক বা সম্পূর্ণ বেআইনিভাবে তৈরি করা হয়েছে। এই অভিযোগ ওঠার পর আপাতত ঘটনাস্থলের আশপাশে থাকা ছ’টি বাড়ি চিহ্নিত করা হয়েছে। সেই বাড়িগুলির স্বাস্থ্য পরীক্ষা দিয়ে প্রাথমিক ভাবে কাজ শুরু করেছে পুরসভা। সোমবার রাতেই ওই ছ’টি বাড়িকে কলকাতা পুরসভার তরফে নোটিস দেওয়া হয়েছে। এদিকে স্বাস্থ্য পরীক্ষার পর শুনানির ব্যবস্থাও করা হবে। আগামী ২১ মার্চ কলকাতা পুরসভায় ওই সব নির্মীয়মাণ বিপজ্জনক বাড়িগুলি নিয়ে শুনানি হবে। তারপর নেওয়া হবে পদক্ষেপ। ‌এদিকে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার পর থানাগুলিকে সতর্ক করেছে লালবাজার।

সূত্রের খবর, শহরের প্রতিটি নির্মীয়মাণ বাড়ি, বহুতলে গিয়ে পুলিশকে খোঁজ নিতে হবে যে সেগুলি আইন মেনে তৈরি হচ্ছে কি না।

উল্লেখ্য, গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত্যু হল ৯ জনের৷ রবিবার মধ্যরাতে ভেঙে পড়েছিল ওই বহুতলটি৷ ভগ্নস্তূপের নীচে চাপা পড়ে যায় আশপাশের বেশ কয়েকটি ঝুপড়ি। এই দুর্ঘটনায় সোমবার রাত পর্যন্ত ন’জনের মৃত্যুর খবর মিলছে৷ রাতভর ঘটনাস্থলে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুজিত বসু৷ সোমবার সকালে মাথায় ব্যান্ডেজ বেঁধে ঘটনাস্থলে পৌঁছন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই ঘটনায় এক প্রোমোটারকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু এই ঘটনার পর স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে ? দায় কি শুধুই প্রোমোটারের ? পুরসভা এবং প্রশাসনের ‘নাকের ডগা’ দিয়ে কী ভাবে গজিয়ে উঠল বেআইনি বহুতল ? খাস কলকাতায় এমন বহুতল কি আরও রয়েছে ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here