তীব্র তাপ ও প্রবাহের তৃষ্ণা নিবারণের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করল মালদা মার্চেন্ট চেম্বার কমার্সের সদস্যরা

0
10

মালদা, ১ মেঃ তীব্র দাবদাহে পুরছে গোটা বাংলা। গ্রীষ্মের দাবদহে নাজেহাল জেলা বাসি। প্রতিদিনই প্রায় তাপমাত্রা ৪২° ছুঁই ছুঁয়ে। আর পথ চলতে নাজেহাল হয়ে পড়ছেন ৮ থেকে ৮০ সকলেই। বেলা বাড়ার সাথে সাথে প্রায় রাস্তাঘাট ফাঁকা বললেই চলে। বিশেষ কাজের তাগিদে রাস্তায় বেরোচ্ছেন সাধারণ মানুষ। এইবারে পথ চলতে জনসাধারণের জন্য এগিয়ে এলো মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স। তীব্র তাপ ও প্রবাহের তৃষ্ণা নিবারণের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করল মালদা মার্চেন্ট চেম্বার কমার্সের সদস্যরা।

মালদা শহরের ফোয়ার মোড়ে বসানো হলো বিশুদ্ধ পানীয় জলের জলছত্র। সেই জলছত্রে পাওয়া যাচ্ছে ঠান্ডা পানি ও জল ছোলাগুর সহ। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের এক সদস্য জানান অন্যান্য জেলার পাশাপাশি মালদা জেলাতেও তাপপ্রবাহে নাজেহাল জেলাবাসি। সে কথা মাথায় রেখে আমরা বিশুদ্ধ পানীয় জলের জলছত্র খুলেছি মালদা শহরের ফোয়ারা মোড় এলাকায়। এইখানে সকাল থেকেই রাত্রি পর্যন্ত সাধারণ মানুষের জন্য ব্যবস্থা করা হয়েছে ঠান্ডা পানীয় জল সঙ্গে ছোলা গুড়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here