ভোট মিটলেই জেলমুক্তি হবে অনুব্রত-সুকন্যার, বীরভূমে দাবি মমতার

0
55

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৩ এপ্রিল, বীরভূমঃ কেষ্টহীন বীরভূমে ভোটপ্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার শতাব্দী রায়ের সমর্থনে জনসভা করেন তিনি। অনুব্রত মণ্ডলকে ছাড়াই এবার বীরভূমে এই প্রথম লোকসভা নির্বাচনে লড়াই করছে তৃণমূল কংগ্রেস। এদিন ‌অনুব্রত ও তাঁর কন্যার জেল হেফাজত নিয়ে কেন্দ্রকে এদিন বিঁধলেন তিনি।

মমতার দাবি, ভোট মিটলেই নাকি অনুব্রতকে ছেড়ে দেওয়া হবে। তাঁর কথায়, ‘‌ভোটে যাতে কাজ করতে না পারে, তাই আটকে রাখা হয়েছে অনুব্রতকে।’‌ মমতা বলেন, “কেষ্ট আজ এলাকায় নেই। ওকে আর ওর মেয়েকে পরিকল্পনা করে বন্দি করা হয়েছে। আমি আপনাদের বলছি, দেখে নেবেন ভোট মিটলেই ওদের ছেড়ে দেওয়া হবে।”

এদিনের সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে জোর গলায় আক্রমণ শানান মমতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘‌প্রচারবাবু’‌ বলে কটাক্ষ করেন তিনি।  এদিন জনসভায় দাঁড়িয়ে সিএএ, এনআরসি নিয়ে ফের সরব হন মমতা। পাশাপাশি তিনি বলেন, ‘ভয় দেখানোর খেলা চলছে। ইউনিফর্ম, সিভিল কোড চালু করে অধিকার কেড়ে নিতে চায়। বিজেপি করলে সাত খুন মাফ।’

১০০ দিনের কাজের টাকা নিয়েও এদিন ফের সরব হন তৃণমূল নেত্রী। বলেন, ‘৩ বছর ১০০ দিনের কাজের টাকা দেয়নি বিজেপি সরকার। ১০০ দিনের কাজের টাকা রাজ্য সরকার মিটিয়েছে। কোভিডের সময় বিনামূল্যে র‍্যাশন দিয়েছিল, তারপর বন্ধ। ভোটের সময় আবার র‍্যাশন দিতে শুরু করেছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here