‘পুলিশকে না জানিয়ে মাঝরাতে কেন গিয়েছিল’? ভূপতিনগরে এনআইএ-র উপর হামলার ঘটনায় প্রশ্ন মমতার

0
70

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৬ এপ্রিল, রায়গঞ্জ: পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এনআইএ আধিকারিকদের ওপরে হামলার ঘটনায় বড় প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। “বিজেপিকে সাপোর্ট করতেই গ্রেপ্তার”, প্রথম প্রতিক্রিয়া তাঁর।

শনিবার সকালে রায়গঞ্জে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কেন ওরা মাঝরাতে অভিযানে গেল? পুলিশের অনুমতি নিয়েছিল এনআইএ? মধ্যরাতে গ্রামে অচেনা কাউকে দেখলে গ্রামবাসীরা যে আচরণ করেন, এনআইএর লোকজনকে দেখেও গ্রামবাসীরা তা-ই করেছেন। ভোটের মুখে কেন ওরা লোকজনকে গ্রেফতার করছে? বিজেপি কী ভেবেছে, ওরা সব বুথ এজেন্টদের গ্রেফতার করে নেবে? এনআইএর কী অধিকার আছে? ওরা বিজেপিকে সমর্থন জোগাতেই এমনটা করছে। আমরা গোটা বিশ্বের মানুষের কাছে বিজেপির এই নোংরা রাজনীতির বিরুদ্ধে সরব হওয়ার আবেদন করছি।’’

পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর বোমা বিস্ফোরণের তদন্তে গিয়ে একাংশ গ্রামবাসীর হামলার মুখে পড়েন এনআইএ আধিকারিকরা। ২০২২ সালের ডিসেম্বরে ভগবানপুর ২ ব্লকের ভূপতিনগর থানার অর্জুন নগর গ্রাম পঞ্চায়েতের নায়ড়াবিলা গ্রামে ভয়াবহ বোমা বিস্ফোরন ঘটে। সেই ঘটনায় তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না, তাঁর ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েনের মৃত্যু হয়। আদালতের নির্দেশে ঘটনার তদন্তভার হাতে নেয় এনআইএ। আদালতের নির্দেশে সেই বিস্ফোরণের ঘটনার তদন্ত করতে গিয়েই হামলার মুখে পড়ল এনআইএ।

শনিবার ভোরে ভগবানপুর ২ ব্লকের অর্জুননগর এলাকা থেকে তৃণমূলের অঞ্চল সভাপতি বলাই মাইতি এবং বুথ সভাপতি মনোব্রত জানাকে গ্রেপ্তার করে এনআইএ। অভিযোগ, তৃণমূলের দুই নেতাকে নিয়ে বেরনোর সময় এনআইএ হামলার শিকার হয়। কেন্দ্রীয় এজেন্সির গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। দুই এনআইএ আধিকারিক সামান্য আহত হয়েছেন বলেও জানা গিয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here