কততে এসি চালালে বিল কম আসবে? টিপস দিলেন মমতা

0
55

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৪ এপ্রিল, কলকাতাঃ প্রখর গরমে পুড়ছে বাংলা! জেলার বেশ কিছু জায়গায় ৪৫ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা। এই পরিস্হিতিতে ঘরে ঘরে এসি চলছে। এরকম পরিস্থিতিতে কীভাবে বিদ্যুৎ বাঁচাবেন, টিপস দিলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেও সেই নিয়ম মেনে চলেন বলে বর্ধমানের নির্বাচনী প্রচারসভা থাকে জানালেন মমতা।

তাঁর কথায়, “অনেকে ১৭-তে চালিয়ে দেয় এয়ার কন্ডিশনার মেশিনটা, দার্জিলিংয়ে থাকবে বলে। আমি এতো এসি ইউজ করি না। যে ঘরে আমি থাকি সেখানে আমি এসি ইউজ করি না। আর বাইরে থাকলেও সাতাশের নিচে চালাই না। আপনারা চালান কিন্তু, বিদ্যুৎ সঞ্চয় করুন। বিদ্যুৎ অপচয় করবেন না। বিখ্যাত গবেষকরা বলছেন ২৫-এর নীচে নামানো উচিত নয়। আর যত্রতত্র বিদ্যুৎ জলের অপচয় করলে কিন্তু ভাঁড়ার শেষ হয়ে যায়।’

যদিও বাংলাই আগামীদিনে বিদ্যুৎ সরবরাহ করবে বলে মন্তব্য করেন মমতা। হ রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, ‘দেউচা পাঁচামি করছি এই কারণে যাতে ১০০ বছর মানুষ সস্তায় বিদ্যুৎ পায় এবং এর কোনও অভাব না হয়। বাংলা সারা দেশকে বিদ্যুৎ বিক্রি করবে, কারও কাছে আমাদের হাত পাততে হবে না।’

প্রবল দাবদাহের মধ্যে তিন মাস ধরে নির্বাচন করা হচ্ছে। ৩১ মার্চ থেকে ভোট প্রচার শুরু করেছেন তৃণমূল নেত্রী। টানা ২৫ দিন ধরে চষে বেড়াচ্ছেন একের পর এক লোকসভা কেন্দ্র। এই প্রসঙ্গে বিজেপি-কমিশনকে আক্রমণ করে মমতা বলেন বিজেপিকে সন্তুষ্ট করতেই এই ব্যবস্থা করেছে কমিশন। তাঁর কথায়, মে মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন হয়ে যায়। এবার তা জুন মাস পর্যন্ত টানা হল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here