শিলিগুড়িতে পুলিশের সামনেই সাংসদ-বিধায়কের উপর হামলা, আহতদের দেখে কড়া হুঁশিয়ারি রাজ্যপালের

100

শিলিগুড়ি, ৭ অক্টোবরঃ উত্তরবঙ্গের বন্যা পরিদর্শনের মধ্যেই রাজনৈতিক অস্থিরতায় উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ি। সোমবার দুর্গত এলাকায় ত্রাণ বিতরণের সময় পুলিশের সামনেই আক্রান্ত হলেন বিজেপি সাংসদ ও বিধায়ক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রাণ বিতরণ চলাকালীন হঠাৎই একদল দুষ্কৃতী হামলা চালায়। পরিস্থিতি হাতের বাইরে চলে যায় এবং ঘটনাস্থলে মারধরের শিকার হন দুই জনপ্রতিনিধি।

সবচেয়ে বিতর্কিত বিষয়, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও আক্রান্ত সাংসদ ও বিধায়কের উদ্ধারে দেরি হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক সূত্রে জানানো হয়েছে, দুজনেরই শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও মানসিকভাবে তাঁরা ভীষণভাবে আঘাতপ্রাপ্ত।

এই ঘটনার পরপরই সোমবার সন্ধ্যায় হাসপাতালে পৌঁছন রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস। আহত সাংসদ-বিধায়কের সঙ্গে দেখা করে তিনি বলেন, “গণতন্ত্রে নির্বাচিত জনপ্রতিনিধিদের উপর হামলা একেবারেই অগ্রহণযোগ্য। রাজ্য প্রশাসনকে এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে।”

রাজ্যপাল আরও জানান, এই ঘটনার বিস্তারিত রিপোর্ট তিনি কেন্দ্রের কাছে পাঠাবেন। তিনি বলেন, “আইনের শাসন রক্ষা করা রাজ্যের দায়িত্ব। কেউ যদি ভাবেন তাঁরা আইনের ঊর্ধ্বে, সেটা ভুল।”

রাজ্যপালের সফরের পরই এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে যেখানে প্রশাসনের মনোযোগ থাকা উচিত ছিল, সেখানে রাজনৈতিক হিংসার এই ঘটনা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে এই ঘটনাকে ঘিরে ফের শুরু হয়েছে রাজনৈতিক দোষারোপের পালা।