ভোট প্রচারে ফের রবিবার রাজ্যে আসছেন মোদি, একইদিনে করবেন ৩ সভা

0
48

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৭ মে, কলকাতাঃ রবিবার ফের রাজ্যে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে ওই দিনই পর পর তিনটি সভা করার কথা রয়েছে তাঁর। এর মধ্যে দু’টি সভা হবে হুগলি জেলায় ও ‌একটি হাওড়ায়।

বিজেপি সূত্রে খবর, হুগলির চুঁচুড়ায় ওই জেলার দুই লোকসভা কেন্দ্র হুগলি এবং শ্রীরামপুরের বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার করবেন প্রধানমন্ত্রী। সভায় উপস্থিত থাকার কথা হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এবং শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবীরশঙ্কর বসুর। হুগলি জেলার আর এক কেন্দ্র আরামবাগে সভা করার কথা মোদির। সেখানকার বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগরের সমর্থনে পুরশুড়ায় সভা করবেন মোদি।

রবিবার মোদির সভা করার কথা হাঁওড়ার সাকরাইলেও। বিজেপি সূত্রে খবর, হাওড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী এবং উলুবেড়িয়ার প্রার্থী অরুণ উদয় পালচৌধুরীর সমর্থনে প্রচার করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও আগামী রবিবার মোদি সভা করতে পারেন ব্যারাকপুরের প্রার্থী অর্জুন সিংহের সমর্থনে। আগামী সোমবার দেশে চতুর্থ দফার নির্বাচন। ওই দিন বাংলার আট কেন্দ্রেও ভোট হবে।

তার আগে কেবল মোদিই নন, রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহও। বিজেপি সূত্রে খবর, রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত মাজদিয়া, বীরভূমের রামপুরহাট এবং ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত আনন্দপুরে সভা করবেন শাহ। আবার আগামী সোমবার মেদিনীপুর শহরে, ঘাটাল লোকসভা কেন্দ্রের পাঁশকুড়া এবং শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের চাঁপদানিতে জনসভা করবেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ওই রাজ্যের বিদিশা কেন্দ্রের প্রার্থী শিবরাজ সিং চৌহান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here