কন্যা ছাড়া কোন কন্যাশ্রী সম্ভব নয়, বললেন রাজ্যপাল সি বি আনন্দ বোস

0
96

শিলিগুড়ি, ২৭ আগস্টঃ শিলিগুড়িতে মৃত ছাত্রীর পরিবারের সাথে দেখা করতে এলেন রাজ্যপাল। শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় খুন হওয়া স্কুলছাত্রীর বাড়িতে এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রবিবার দুপুরে ওই ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। সঙ্গে ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্টা। এদিন মৃত ছাত্রীর পরিবারের সদস্যদের কাছ থেকে গোটা ঘটনার কথা শোনেন রাজ্যপাল। তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। রাজ্যপালের মুখে এই কথা শুনে পরিবারের লোকজন একটু আত্মবিশ্বাস পেলো।

উল্লেখ্য গত ২১ অগাস্ট মাটিগাড়ার পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে স্কুলছাত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় পুরো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুরো এলাকায়। মেয়েটির পরনে ছিল স্কুলের পোশাক। ওই কিশোরীকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন পাহাড়-সমতলের বাসিন্দারা। আজ রাজ্যপাল মৃত ছাত্রীর পরিবারের সাথে দেখা করার পর শিলিগুড়ি সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “কন্যা ছাড়া কন্যাশ্রী সম্ভব নয়, শিশুদের সুরক্ষার জন্য আমার যা যা করনীয় আমি সব করব।”

রবিবার শিলিগুড়িতে মাটিগাড়ার নাবালিকার খুনের ঘটনায় মৃত্যুতে এমনটাই মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন নাবালিকার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখান থেকে শিলিগুড়ি স্টেট গেস্ট হাউজে যান। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে খোলাখুলি মন্তব্য করেন তিনি। বর্তমানে রাজ্যের আইনশৃঙ্খলা অবনতি সম্পর্কে তীব্র অসন্তোষ শোনা যায় রাজ্যপালের গলায়। দত্তপুকুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

তিনি বলেন, “আমি ঘটনা খতিয়ে দেখবো। যা যা করনীয় তা করা হবে। প্রশাসনিক দিক দিয়ে সবরকম পদক্ষেপ করা হয়েছে। আমি ঘটনাস্থলে গিয়ে সব খতিয়ে দেখবো। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here