নিশীথের কনভয় থামিয়ে পুলিশের তল্লাশি, পুলিশের সঙ্গে বচসা কেন্দ্রীয় মন্ত্রীর

0
182

কোচবিহার, ১৬ এপ্রিলঃ লোকসভার প্রথম দফার ভোট ১৯ এপ্রিল। আর হাতে গোনা মাত্র তিনটা দিন বাকি। বিভিন্ন দলের প্রার্থীরা ভোট আবহে জোর কদমে চালাচ্ছে প্রচার। আর তারেই মাঝে ভেটাগুড়ি পেরিয়ে ওয়েলকাম সংলগ্ন নাকা চেকিং-য়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা আসনের প্রার্থী নিশীথ প্রামাণিকের কনভয় আটক করে তল্লাশি চালায় পুলিশ এবং নির্বাচন কমিশনের আধিকারিকেরা। যদিও তল্লাশিতে বাধা দেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। পরে পুলিশের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়ে যায়।

নিশীথ প্রামাণিক দাবি করেন, তল্লাশি চালানো যায় কি না, সেই গাইডলাইন আনতে হবে, তবেই তল্লাশি করতে অনুমতি দেবেন তিনি। এদিন সেখানে উপস্থিতি ছিলেন দিনহাটার এসডিপিও ধীমান মিত্র, ডেপুটি ম্যাজিস্ট্রেট রমাল সিং বৃদ্ধি, দিনহাটা থানার আই সি জয়দ্বীয় মোদক ও অন্যান্য নির্বাচন কমিশনের আধিকারিকরা। তবে ওই গাড়িতে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেলে দেওয়ানহাটের ওয়েলকাম সংলগ্ন এলাকায় নাকা চেকিং পয়েন্ট রয়েছে। সেই সময় নিশীথের কনভয় যাচ্ছিল। সেই সময় ওই নাকা চেকিং পয়েন্টে আচমকাই নিশীথের কনভয় আটকায় পুলিশ ও নির্বাচন কমিশন। জানানো হয়, নাকা তল্লাশি চালানো হবে। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথের নিরাপত্তারক্ষীরা।

তাঁরা জানান, কনভয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। সেখানে তল্লাশি চালানো যাবে না। যদিও কর্তব্যরত পুলিশ এবং নির্বাচন কমিশনের আধিকারিকেরা সেই যুক্তি মানতে চাননি। তারপর গাড়ি থেকে নেমে আসেন নিশীথ প্রামাণিক। তাঁর সঙ্গে তর্কাতর্কি শুরু হয় পুলিশ ও কমিশনের আধিকারিকদের। কেন গাড়িতে তল্লাশি চালানো হবে, প্রশ্ন ছোড়েন নিশীথ। তিনি কয়েক জনের আই কার্ড দেখতে চান।

অন্যদিকে,পুলিশও জানিয়ে দেয় তল্লাশি হবেই। পাল্টা নির্বাচন কমিশনের গাইডলাইন দেখতে চান নিশীথ। এ নিয়ে বেশ কিছু ক্ষণ ধরে কথা কাটাকাটি চলে। বিস্তর তর্কের পর নিশীথের গাড়ি এবং কনভয়ে তল্লাশি শেষ করে নির্বাচন কমিশন ও পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। কী কারণে এই তল্লাশি চালানো হল, তা স্পষ্ট করেনি পুলিশ। পুলিশের দাবি, এটা রুটিন তল্লাশি ছাড়া আর কিছুই নয়।

প্রসঙ্গত, রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারের হেলিকপ্টারে আয়কর দপ্তরের হানা দেওয়ার অভিযোগ ঘিরে রাজনৈতিক তর্জা শুরু হয়েছিল। অন্যদিকে, তামিলনাড়ুতে রাহুল গান্ধির হেলিকপ্টারে তল্লাশি চালায় নির্বাচন কমিশনের ‘ফ্লাইং স্কোয়াড’। যদিও তাদের কোন আপত্তি ছিল না তল্লাশিতে।

এ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,‘কেন বিজেপি নেতাদের ক্ষেত্রে এই তৎপরতা দেখা যায় না ?’ একই সুর শোনা যায় কংগ্রেসের গলাতেও। যদিও বিজেপির তরফে পালটা শুভেন্দু অধিকারী বলেন, ‘দেশের আইন সবার জন্য সমান।’ তারপরে আজ মঙ্গলবার নিশীথ প্রামাণিকের গাড়িতে তল্লাশি চালান পুলিশ এবং নির্বাচন কমিশনের অফিসাররা। তখন এই তল্লাশিতে বাধা দেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। ওই তল্লাশি চালাতে গেলে তুমুল তর্কাতর্কি শুরু করে দেন নিশীথ প্রামাণিক। তবে শেষ পর্যন্ত নিশীথের কনভয় এবং গাড়িতে তল্লাশি শেষ করে কনভয় ছেড়ে দেন নির্বাচন কমিশন এবং পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here