দেবজ্যোতি পালের শীতলকুচি ব্লকে সম্ভাব্য প্রথম স্থান, ইঞ্জিনিয়ার হতে চায় সে

0
28

শীতলকুচি, ৫ মেঃ প্রত্যাশা ছিল মেধা তালিকায় জায়গা পাবে। কিন্তু সামান্য নম্বরে কম পাওয়ায় তা পূরণ হল না শীতলকুচির ভাঐরথানা হাই স্কুলের ছাত্র দেবজ্যোতি পালের। দেবজ্যোতি শীতলখুচি ব্লকে সম্ভাব্য প্রথম স্থান অধিকার করেছে। তার লক্ষ্য ছিল আরো বেশি অর্থাৎ রাজ্য মেধা তালিকায় জায়গা করে নেওয়া, তবে আশা করলেও বেশি আশা করা যায় না বলে জানান দেবজ্যোতি।

জানা গেছে, দেবজ্যোতির প্রাপ্ত নম্বর ৬৫০। দেবজ্যোতির বাবা ভিন রাজ্যে রঙের কাজ করে। সেখান থেকে যা আয় হয় তা দিয়ে দেবজ্যোতি ও তার দিদির পড়াশোনার খরচ চালায়। ছোটবেলা থেকেই বরাবর মেধাবী দেবজ্যোতি। পড়াশুনার পাশাপাশি ফুটবল খেলতে ভালোবাসে সে। সে জানায়, পরবর্তীতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ে ইঞ্জিনিয়ার হতে চায় সে। তার জন্য অনেক অর্থের প্রয়োজন।

দেবজ্যোতির মা জানান, আমার এক মেয়ে ও এক ছেলে। ছেলের এই রেজাল্টে আমি খুবই খুশি। আশা ছিল আরো ভালো কিন্তু যা পেয়েছে আমরা এতেই সন্তুষ্ট। আমরা সব সময় ছেলেকে সাপোর্ট করতাম সে যখন যা চাইত, কষ্ট হলেও তা দেওয়ার চেষ্টা করতাম, তার ফল এটা। ছেলে ইঞ্জিনিয়ার হতে চায়। তার জন্য অনেক অর্থের প্রয়োজন, আমরা চেষ্টা করব যাতে ছেলের ইচ্ছে পূরণ করতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here