‘আপনি চাকরি খাচ্ছেন’! কলকাতা হাইকোর্টে আইনজীবী বিকাশকে ঘিরে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

0
183

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩০ এপ্রিল, কলকাতা: কলকাতা হাই কোর্টে সোমবার চাকরিপ্রার্থীদের বিক্ষোভের মুখে পড়লেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি ‘চাকরি খেয়ে নিচ্ছেন’, এই অভিযোগ তুলে তাঁকে ঘিরে ধরে স্লোগান দেয় চাকরিপ্রার্থীদের একাংশ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল হাইকোর্টে। মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ।

এদিন তিনি শুনানি শেষের পর এজলাসে থেকে বেরনোর পরই বিক্ষোভের মুখে পড়েন। তাঁকে ঘিরে ধরে ‘আপনি চাকরি খাচ্ছেন’ বলে প্রতিবাদ জানাতে থাকে চাকরিহারাদের একাংশ। তাঁদের দাবি, বিকাশ ভট্টাচার্যের কারণেই অনেকে চাকরি হারিয়েছেন। তাঁকে ঘিরে স্লোগানও দেওয়া হয়। যদিও ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়েও দেন তারা। যদিও বিক্ষোভের মুখে পড়ে কোনও কথা বলতে শোনা যায়নি বিকাশকে। তিনি হাঁটতে হাঁটতে সোজা বেরিয়ে যান। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টে ২০১৪ সালের টেটে কারচুপির অভিযোগে মামলা করেছিলেন রাহুল চক্রবর্তী-সহ কয়েক জন চাকরিপ্রার্থী।

তাঁদের অভিযোগ ছিল ২০১৪ সালের টেটের পরে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় বেআইনি ভাবে শিক্ষক নিয়োগ হয়েছে। ওই টেটের ভিত্তিতে প্রায় ৪২৫০০ জনকে চাকরি দেওয়া হয়েছিল মঙ্গলবার সেই মামলারই শুনানি ছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি মান্থার বেঞ্চে। মামলার শুনানি চলাকালীন, কী ভাবে প্রাথমিক নিয়োগ পরীক্ষার ওএমআর শিটে কারচুপি হয়েছে, তা নিয়ে সওয়াল করেন বিকাশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here