নার্সকে মারধর করার প্রতিবাদে এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের বিক্ষোভ ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশনের

0
24

কোচবিহার, ৬ মেঃ এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের এক নার্সকে মারধরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখালেন ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশন। এদিন কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতাল মূল ভবনের সামনে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভ শেষে তাঁরা এমএসভিপি ও নার্সিং সুপারের কাছে স্মারকলিপি জমা দেন।

উল্লেখ্য, গত শনিবার দুপুরে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে এক নার্সের উপর অন্যায় ভাবে শারীরিক ও মানসিক ভাবে হেনস্থা করার অভিযোগ ওঠে এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে। সেই চিকিৎসক আবার ওই নার্সের বিরুদ্ধে গালিগালাজের অভিযোগ তুলেছেন। ঘটনাকে কেন্দ্র করে গত দু’দিন ধরে ক্ষোভ ছড়াচ্ছে হাসপাতালে। এদিন সেই ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবি জানিয়ে আজ হাসপাতাল চত্বরে এই বিক্ষোভ দেখালো ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশনের সদস্যরা।

এদিন এবিষয়ে ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানান,গত শনিবার দুপুরে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের ফিমেল ওয়ার্ডে নিলু তামাং নামে এক নার্সের উপর অন্যায় ভাবে শারীরিক ও মানসিক ভাবে হেনস্থা করেন হাসপাতালের কর্তব্যরত এক চিকিৎসকের বিরুদ্ধে। শুধু তাই নয় ওই নার্সকে অকথ্য ভাষায় গালিগালাজ করে অভিযুক্ত চিকিৎসক। যা মুখে আনা যায় না। বিনা দোষে কেন ওই নার্সকে হেনস্থা করা হল এবং তাকে মারধোর করা হল। অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবিতে আজ হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশনের সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here