সহস্র কন্ঠে গান গেয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালিত হল মাথাভাঙ্গায়

0
22

মাথাভাঙ্গা, ৮ মেঃ আজ ২৫ শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিন। সকাল থেকেই বিভিন্ন জায়গায় পালন করা হচ্ছে তার এই জন্মজয়ন্তী দিবস। তবে উত্তরবঙ্গে এই প্রথম অন্য ভাবে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন হল মাথাভাঙ্গায়। এদিন মাথাভাঙ্গার নেতাজি সুভাষ ক্রীড়াঙ্গনে সহস্র কন্ঠে রবীন্দ্রনাথের সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে তার পাঁচটি রবীন্দ্র সংগীত সমবেত ভাবে পরিবেশন করা হয়। যদিও এই প্রথম মাথাভাঙ্গা শহরে এই উদ্যোগ।

তবে কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে মাথাভাঙ্গা নয় গোটা উত্তরবঙ্গে মাথাভাঙ্গা শহরে প্রথম এই উদ্যোগ নেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে। শুধু সংগীত শিল্পীরাই নয় সংগীতপ্রেমী মানুষেরাও এদিন উপস্থিত হন মাথাভাঙ্গা নেতাজি সুভাষ ক্রীড়াঙ্গনে।

সহস্র কন্ঠে রবীন্দ্রনাথ কমিটির পক্ষ থেকে শুভাশিস পাল বলেন, যদিও এই প্রথম মাথাভাঙ্গা শহরে তাদের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে তবে ব্যাপক সাড়া তারা পেয়েছেন। আগামী দিনে ও এরকম পরিকল্পনা তাদের পক্ষ থেকে নেওয়ার পরিকল্পনা রয়েছে এবং আরও বড় আকারের করবেন বলেও তারা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here