মৃত্যু হয়েছে বাবার, ছেলের নামে ইস্যু হল ডেথ সার্টিফিকেট, শোরগোল মেদিনীপুর মেডিক্যালে

0
29

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২০ জানুয়ারি, কলকাতাঃ মৃত্যু হয়েছে বাবার। কিন্তু ছেলের নামে ইস্যু হল ‘ডেথ সার্টিফিকেট’। মেদিনীপুর মেডিক্যাল কলেজের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কমরগঞ্জের বাসিন্দা উত্তম নন্দী। উত্তমের পরিবার সূত্রে খবর, ২০২৩ সালের ১৭ নভেম্বর দুপুরে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয় তাঁকে। বিষপান করেছিলেন তিনি।

সে দিনই চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই প্রৌঢ়। পরে দেখা যায় মৃত্যুর শংসাপত্র ইস্যু করা হয়েছে মৃত উত্তমের ছোট ছেলে বলরাম নন্দীর নামে। ঘটনায় হতচকিত মৃতের পরিবারের সদস্যরা। তাঁরা মেদিনীপুর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ করেছেন।

সেই সঙ্গে বলরামের দাবি, অবিলম্বে ভুল সংশোধন করে যাতে তাঁর বাবার নামে মৃত্যুর শংসাপত্র দেওয়া হয়, সেই ব্যবস্থা করুন কর্তৃপক্ষ। অভিযোগ প্রসঙ্গে হাসপাতাল সুপারের বক্তব্য, হাসপাতালের সুপার জয়ন্ত কুমার রাউত বলেন, ‘‘কোনও প্রযুক্তিগত সমস্যা হয়ে থাকলে সেটা আমরা দেখে নেব। সেখানে যদি দেখা যায়, আমাদের তরফে কোনও ভুল হয়েছে, তাহলে তা সংশোধন করে নেওয়া হবে।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here