আকসাই চিনে মাটির নীচে তৈরি হচ্ছে সুড়ঙ্গ! ধরা পড়ল উপগ্রহ চিত্রে

0
65

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩০ অগাস্ট, নয়াদিল্লি:  আকসাই চিনে মাটির নীচে সুড়ঙ্গ তৈরি করছে চিন! উপগ্রহ চিত্রে ধরা পড়ল এমনই ছবি। আর তা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে। জানা গিয়েছে, উত্তর লাদাখের দেপসাং উপত্যকা থেকে ৬০ কিলোমিটার পূর্বে আকসাই চিনে নদীর পাড় ধরে চিনের পিপলস লিবারেশন আর্মি সুড়ঙ্গ খুঁড়ছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার খুব কাছেই এই কাজ করছে চিন।

উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, নদীর দুই পাড়েই চিন কমপক্ষে ১১টি সুড়ঙ্গ তৈরি করেছে পাথর কেটে। বিগত কয়েক মাসেই এই নির্মাণকাজ হয়েছে বলে জানা গিয়েছে।বিশেষজ্ঞদের মতে, ভারতীয় সেনার এয়ারস্ট্রাইক ও কামানের গোলা থেকে নিজেদের সৈন্য ও অস্ত্রভাণ্ডারকে বাঁচাতেই চিন সুড়ঙ্গ তৈরি করছে। ওই সুড়ঙ্গগুলিতে বিপুল পরিমাণ অস্ত্র মজুত করে রাখার পরিকল্পনা করছে লাল ফৌজ, এমনটাই অনুমান।

১৯৬২ সাল ভারত-চিন যুদ্ধের সময় লাদাখ ঘেঁষা আকসাই চিন দখল করে শি জিনপিংয়ের দেশ। ভারত বরাবরই দাবি করে এসেছে, ওই সীমান্তবর্তী এলাকার একটা বড় অংশ চিন অবৈধভাবে দখল করে রেখেছে। সেই এলাকাতেই এবার চিনা তৎপরতা চোখে পড়ল।

উল্লেখ্য, সোমবারই ভারতের অরুণাচল প্রদেশ ও অঞ্চলকে নিজের দেশের অংশ বলে দাবি করছে চিন। অন্যদিকে, তাইওয়ান ও দক্ষিণ চিন সাগরকেও নিজেদের অংশ বলে দাবি করা হয়েছে । এই মানচিত্র সামনে আসতেই বিতর্ক শুরু হয় ।

কড়া প্রতিক্রিয়া দিয়েছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক । কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, বিকৃত মানচিত্র প্রকাশ করা চিনের অভ্যাসে পরিণত হয়েছে। প্রতিবেশী দেশের ভূখণ্ডকেও নিজের বলে দাবি করে। ভুলভাল দাবি করলেই সেটা সত্যি হয় না। অরুণাচল ভারতেরই থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here