ফের দার্জিলিঙে তুষারপাত, বরফে ঢেকেছে পাহাড়, পোয়াবারো পর্যটকদের

0
38

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৬ জানুয়ারি, দার্জিলিংঃ অবশেষে দার্জিলিং বরফ পড়ল। বেজায় খুশি পর্যটকেরা। টুমলিং থেকে সিঙ্গলিলা, তুষারপাত দেখতে পর্যটকদের জমজমাট ভিড় দেখা গেল মঙ্গলবার বেলার দিকে। এদিন ঘুম, টাইগার হিল, সান্দাকফুতেও বরফ পড়েছে। তুষারপাত হয়েছে ছাঙ্গু, লাচুং, লাচেন, টুংলিংয়ের মতো এলাকায়।

নেওড়াভ্যালির উপরে আরও বেশি উচ্চতায় তুষারপাতের খবর মিলেছে। সারাদিনই বরফ পড়েছে। পুরু সাদা চাদরে ঢেকে গিয়েছে দার্জিলিঙের বিস্তীর্ণ এলাকা। দার্জিলিং পাহাড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১০.৯ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.২ ডিগ্রি সেলসিয়াস। ইতিমধ্যে জলপাইগুড়ি-সহ দার্জিলিংয়ের সুখিয়াপোখরি এবং একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।

তাতে ঠান্ডার তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে।এই সময় পাহাড়ে রীতিমতো নজরকাড়া ভিড়। যে পর্যটকরা বর্তমানে সেখানে ঘুরতে গিয়েছেন স্বাভাবিকভাবেই তাঁদের মুখে হাসি ফুটেছে।শৈলশহরে বরফ পড়ার খবরে শিলিগুড়ি, ডুয়ার্স থেকে তো বটেই কোচবিহার, রায়গঞ্জ থেকেও তুষারপাত দেখার ইচ্ছে নিয়ে অনেকেই রওনা হন এ দিন দুপুরের মধ্যে।

মঙ্গলবার সকাল থেকেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটেছে। দিনের বেলাতেই অন্ধকার নেমেছিল। বেলা গড়িয়েছে কিন্তু সূর্যের দেখা মেলেনি। আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানাচ্ছেন সিকিম আবহাওয়া দফতরের ডিরেক্টর ডক্টর গোপীনাথ রাহা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here