বিজেপিতে যোগ দিলেন টেলি দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়

0
77

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১ মে, নয়াদিল্লি: বিজেপিতে যোগ দিলেন টেলি দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়। বুধবার দিল্লিতে বিজেপির সদর দফতরে গেরুয়া শিবিরে নাম লেখালেন রূপালি। তাঁকে দলে স্বাগত জানান বিনোদ তাউড়ে ও অনিল বালুনি।

বিজেপিতে যোগদানের পর সাংবাদিক সম্মেলনে রূপালি গঙ্গোপাধ্যায় বলেন, “যখন আমি উন্নয়নের এই মহাযজ্ঞ দেখি, তখন আমার মনে হয় আমিও যেন এই যজ্ঞের অংশ হই। আমার আপনাদের আশীর্বাদ ও সমর্থন চাই যাতে আমি যাই করি না কেন, তা যেন সঠিক হয়।”

রূপালি আরও বলেন, ধারাবাহিক তাঁকে জনপ্রিয়তা দিয়েছে। মানুষের ভালোবালা পেয়েছেন তিনি। রাজনীতিতে পা দিয়ে সেই ভালোবাসাকেই সম্মান দিতে চান অভিনেত্রী। পাশাপাশি যা সঠিক এবং ভালো, তার জন্যই তিনি কাজ করতে চান বলেও জানান টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী।

প্রসঙ্গত, গত মার্চ মাসেই একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছিলেন রূপালি গঙ্গোপাধ্যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের এই মুহূর্তকে জীবনের সবথেকে সেরা ও স্মরণীয় দিন বলেই উল্লেখ করেছিলেন ইন্সটাগ্রামে। ১৯৭৭ সালের ৫ এপ্রিল মুম্বইয়ে জন্ম হয় রূপালি গঙ্গোপাধ্যায়। তবে মুম্বইয়ে জন্ম হলেও, পুরোপুরি বাঙালি তিনি। পরিষ্কার বাংলা বলেন ৷

নানা পুজোর অনুষ্ঠানে দেখা যায় তাঁকে। যোগ দেন সরস্বতী পুজোতেও। গত বছরই নিজের বাড়িতে সরস্বতী পুজোর আয়োজন করেছিলেন পরিচালক অনুরাগ বসু। সেখানেও উপস্থিত হয়েছিলেন রূপালি। বাবা অনিল গঙ্গোপাধ্যায় নির্দেশক, সংলাপ লেখেনও। ২০০০ সালে টেলিভিশনে ‘সুকন্যা’ ধারাবাহিকের মাধ্যমে নতুন ইনিংস শুরু করেন ৷ এরপর ‘সঞ্জীবনী’ ও ‘ভাভি’ ধারাবাহিকে কাজ করেন। তবে রূপালি গঙ্গোপাধ্যায় ‘সারাভাই ভর্সেস সারাভাই’ সব থেকে বেশি জনপ্রিয় ছিল ৷

তবে অভিনেত্রী রূপালিকে সবচেয়ে বেশি জনপ্রিয়তা দিয়েছে অনুপমা ধারাবাহিক। অনুপমা নামেই ঘরে ঘরে বেশি পরিচিত তিনি। এছাড়াও ‘ভাবী’, ‘কাহানি ঘর ঘর কি’, ‘বিগ বস ওয়ান’ এবং ‘আদালত’-এর মতো অনেক শোতে হাজির হয়েছিলেন। আর এবার অভিনয়ের পাশাপাশি রাজনীতির মাঠে নিজেকে প্রমাণ করতে চলেছেন ‘অনুপমা’। এই বছর সেলুলয়েডের দুনিয়া থেকে কঙ্গনা রানাউত, অরুণ গোভিল বিজেপিতে যোগ দিয়েছেন। সেই তালিকাতেই নতুন সংযোজন রূপালি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here