তুফানগঞ্জ রানিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, চাঞ্চল্য

0
57

প্রদীপ কুন্ডু, তুফানগঞ্জ: ফের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো তুফানগঞ্জে। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ রানিরহাট বাজার এলাকায়। ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা বাজার চত্বর জুড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের কর্মীরা ও বিশাল পুলিশ বাহিনী।

স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল রাত ২:১৫ নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় তুফানগঞ্জ ও বক্সিরহাট দমকল কেন্দ্রের মোট চারটি ইঞ্জিন।

দমকল কেন্দ্রের ওসি বিনয় সরকার জানান, বৈদ্যুতিক শট সার্কিট এর ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায় ৪ টি দোকান সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষয় ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ লক্ষ টাকা বলে জানানো হয়েছে।

তবে প্রশ্ন উঠতে শুরু করেছে ব্যবসায়ীদের তরফ থেকে ইতিপূর্বেই রানির হাট বাজারে অগ্নিকাণ্ডের মোকাবেলায় কোচবিহার জেলা রেগুলেটেড মার্কেট কমিটির কাছে রানীরহাট বাজার সংলগ্ন বেশ কয়েকটিয় এলাকাতে শ্যালো পাম্প বসানোর কথা বলা হলেও এখনো পর্যন্ত তা করা হয়নি। ব্যবসায়ীদের তরফে জানানো হয় তা করা থাকলে হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ আরো কিছুটা কমতো।

তবে ব্যবসায়ীরা জানিয়েছেন প্রথমেই খবর পাওয়ার সাথে সাথেই তৎপরতার সাথে তুফানগঞ্জ দমকল কেন্দ্র ও পরবর্তীতে বক্সিরহাট দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন সহ মোট চারটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় তারা তা নিভিয়ে ফেলতে সক্ষম হয়। এদিকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তুফানগঞ্জ থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী  সেকেন্ড অফিসার  রাজু রায় সহ তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়।

আজ সকালে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তুফানগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণা ঈশোর এবং ভাইস চেয়ারম্যান তনু সেন এবং তুফানগঞ্জ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সংরিতা সাহা সহ অন্যান্য কাউন্সিলরাও উপস্থিত হয়ে সরোজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন।

এদিন এবিষয়ে তুফানগঞ্জ পৌরসভার চেয়ারম্যান তিনি বলেন কোচবিহার রেগুলেট মার্কেট কমিটি শুধুমাত্র রানীরহাট বাজার থেকে রাজস্ব তুলে নিয়ে যায়, তবে বাজারের উন্নয়নে তারা কোন কাজ করে না বলে দাবি করেন তিনি। এছাড়াও বলেন তাদের যাতে ক্ষতিপূরণ এর ব্যবস্থা করা যায় তাও তিনি দেখবেন বলে জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here