প্রতিবাদী রেখা পাত্রকে প্রার্থী চাইছি না সন্দেশখালির মানুষরা’‌, রেখার নাম ঘোষণা হতেই পড়ল পোস্টার

0
146

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৫ মার্চঃ বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় সব থেকে বড় চমক ছিল সন্দেশখালির ‘প্রতিবাদী’ মহিলা রেখা পাত্র। বসিরহাট কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। কিন্তু, সেই রেখা পাত্রের বিরুদ্ধেই পোস্টার পড়ল সন্দেশখালির একাংশে। এমনকী, পোস্টার হাতে প্রতিবাদও করছেন মহিলারাই। গোটা ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপি। অভিযোগ অস্বীকার ঘাষফুল শিবিরের।

রবিবার বাংলার জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। বসিরহাট কেন্দ্রে যে মহিলাকে প্রার্থী করা হয়েছে তিনি হলেন রেখা পাত্র। যিনি সন্দেশখালির কয়েকজন তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে শ্লীলতাহানি, যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন। থানায় গিয়ে এফআইআর দায়ের পর্যন্ত করেন। লিখিত অভিযোগে নির্যাতিতার নাম লেখা থাকলেও সেটা প্রকাশ্যে আনেনি পুলিশ। তবে বিজেপি প্রার্থী তালিকায় রেখার নাম উল্লেখ করা হয়েছে। আজ, সোমবার থেকেই রেখার নামে পোস্টার পড়তে দেখা গিয়েছে সন্দেশখালি, পাত্রপাড়া এবং ত্রিমোহিনী এলাকায়।

পোস্টারে লেখা,‘বিজেপি প্রার্থী হিসাবে রেখা পাত্রকে চাইছি না। সন্দেশখালির আন্দোলনকারী মানুষরা রেখা পাত্রকে চায় না।’ অভিযোগ, বিজেপি কর্মীদের একাংশ এই পোস্টার দিয়েছে। কিন্তু,গেরুয়া শিবিরের অভিযোগ, তৃণমূল রাজনীতি করার জন্য কাউকে দিয়ে করাচ্ছে।

সন্দেশখালিতে রেখা পাত্রর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন শিবু হাজরা,উত্তম সর্দাররা। নারী নির্যাতনের অভিযোগ তিনিই প্রথম করেছিলেন। এবার সেই রেখাকেই প্রার্থী করেছে বিজেপি।

উল্লেখ্য,লোকসভা নির্বাচনে প্রাক্কালে দোলের দিন সরগরম হয়ে উঠেছে সন্দেশখালি। এদিকে কোনও নির্যাতিতার নাম কোনওভাবেই প্রকাশ্যে আনা যাবে না বলে সুপ্রিম কোর্টের গাইডলাইন রয়েছে। সেখানে রবিবার রাতে বিজেপি যে প্রার্থীর নাম ঘোষণা করেছে বসিরহাট কেন্দ্রে তার কিছু ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নানা জায়গায়। সেখানে দেখা যাচ্ছে,মহিলা সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে সরাসরি নিজের নাম বলছেন এবং অত্যাচারের কথা বলছেন। বিতর্কের মধ্যে যে পোস্টার পড়েছে তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগ নেই বলে দাবি করা হয়েছে।

এই বিষয়ে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ বলেন, ‘এই পোস্টার আমাদের দলের থেকে কেউ দেয়নি। রাজনীতি করার জন্য তৃণমূল এসব করছে।’‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here