ব্যবসায় সাহায্যের নামে দিনের পর দিন টাকা না দেওয়ার অভিযোগ তৃণমূল নেত্রীর বিরুদ্ধে

0
46

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২ মার্চঃ স্বপ্ন ছিল মনের মত করে নিজের ব্যবসা বাণিজ্যকে সাজাবেন। দীর্ঘ বছর ধরে ব্যবসার বৃদ্ধিতে সর্বস্ব অর্থ ব্যয় করেছেন অমলেন্দু ঘোষ। আজ প্রায় ব্যবসা বন্ধের পথে। নিজের ব্যবসা বাঁচাতে সর্বস্ব বন্ধক দিয়ে চলছে কোম্পানি। রিলায়েবেল কমার্শিয়াল সার্ভিস নামে এক কোম্পানির যাত্রাপথ শুরু হয়েছিল ২০০৮ সালে।

ইছাপুরে অবস্থিত এই কোম্পানির দায়িত্ব ভার ১৬ বছর ধরে সুনামের সাথে নিজের কাঁধে নিয়ে ছিলেন অমলেন্দু ঘোষ। তার এই সিকিউরিটি এবং হাউস কিপিং সার্ভিস প্রদানকারী কোম্পানির সুবাদে বহু মানুষ আজ কর্মসংস্থান পেয়েছেন। তবে ঠিক মত বেতন দিতে পাচ্ছেন না কর্মচারীদের। তার ফলে কর্মীদের চাপে পড়ে কোম্পানি বাঁচাতে নিজের অফিস বন্ধক দিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে মেটাচ্ছেন বেতন।

রিলায়েবেল কমার্শিয়াল সার্ভিস কোম্পানির কর্ণধার অমলেন্দু ঘোষের অভিযোগ, তিনি সোমা মুখার্জি নামে এক মহিলার সাথে কোম্পানির ব্যবসার প্রসারে যুক্ত হয়ে কাজ করার ক্ষেত্রে উদ্যোগী নেন। তার সুবাদে বেশ কিছু  কোম্পানির সাথে কনট্র্যাক্ট পেয়ে রিলায়েবেল কমার্শিয়াল সার্ভিস তাদের সিকিউরিটি এবং হাউস কিপিং সার্ভিস প্রদান করেন। সেখানে মাসের শেষে চেকের মাধ্যমে কর্মীদের বেতন প্রদান করা হয়।

তবে সেই সমস্ত চেক ব্যাংকে নিয়ে যাওয়া হলে সব চেক ক্যান্সেল হয়ে যায়। দিনের পর দিন এই ভাবে সোমা মুখার্জির দেওয়া প্রতিটি চেক ক্যান্সেল হতে থাকে। একাধিক বার চেক ক্যান্সেলের কথা জানালে গোটা বিষয়ের দায় চাপিয়ে দেন রিলায়েবেল কমার্শিয়াল সার্ভিস কোম্পানির কর্ণধার অমলেন্দু ঘোষের ওপর। ন্যায্য টাকা চাইলে মেলে হুমকিও। অভিযোগ অমলেন্দু ঘোষের।

ইছাপুর রাম নগর এলাকার বাসিন্দা অমলেন্দু ঘোষ। এককালীন তিনি সরকারি কর্মচারী ছিলেন। মোটা টাকার বেতন ও পেতেন তিনি। তবে তার স্বপ্ন ছিল নিজের উদ্যোগে এমন কিছু করবেন যাতে বহু কর্মহীন মানুষকে কাজের জোগান দিতে পারেন। আর তাই তিনি নিজের স্বপ্ন পূরণে শুরু করেন রিলায়েবেল কমার্শিয়াল সার্ভিস কোম্পানির মাধ্যমে সিকিউরিটি এবং হাউস কিপিং সার্ভিস প্রদানের কাজ। শুরুর সময় থেকে বেশ কয়েক বছর ঠিক সময় মত তিনি বেতন দিতেন কর্মীদের। তবে বিগত কয়েক দিন যাবদ সেই চিত্র একেবারে বদলে গেলো। সোমা মুখার্জি সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া গ্রুপের অ্যাডমিন সহ সভাপতি এবং হুগলি জেলার অ্যাডমিন অবজারভার।

তিনি কোম্পানির দায়িত্ব নিজের কাঁধে নিতে চেয়ে প্রতিশ্রুতি দেন কোম্পানির শ্রী বৃদ্ধি করবেন। পরবর্তীতে তার সুবাদে বিভিন্ন কোম্পানিতে রিলায়েবেল কমার্শিয়াল সার্ভিস কোম্পানির পক্ষ থেকে সার্ভিস প্রদান করা হয়। কিন্তু একটা সময় পর থেকে কোম্পানির কর্মীদের বেতনের টাকা নিয়ে হয়রানির শিকার হতে হয় অমলেন্দু ঘোষকে। তার অভিযোগ, কোম্পানির কর্মীদের প্রাপ্য টাকা সোমা মুখার্জির কাছে চাইতে গেলে তিনি বারংবার ফিরিয়ে দিতে থাকেন। শুধু তাই নয় নানা রকম ভাবে ডেকে নিয়ে গিয়ে ফাঁসানোর অভিযোগও পর্যন্ত করেন সোমা মুখার্জির বিরুদ্ধে।

কোম্পানির কর্মীদের বেতন দিতে আজ প্রায় সর্বস্ব হারাতে বসেছেন কোম্পানির কর্ণধার অমলেন্দু। কোম্পানির প্রাপ্য টাকাগুলো ফেরত পেলে রক্ষা পাবে কোম্পানিটি। ঠিক মত সময় বেতন না পেয়ে একের পর এক কর্মীরাও কোম্পানি ছেড়ে চলে যাচ্ছেন। আর এর ফলে চরম দুশ্চিন্তায় ওই ব্যবসায়ী। আর এই সমস্ত বিষয়ে লিখিত অভিযোগও জানিয়েছেন নোয়াপাড়া থানায়। ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছেও তিনি এ বিষয়ে জানিয়েছেন। তবে এখন এটাই দেখবার বিষয় কতদিনে রিলায়েবেল কমার্শিয়াল সার্ভিস কোম্পানির প্রাপ্য টাকা ফিরে পান কোম্পানির কর্ণধার অমলেন্দু ঘোষ। সঠিক বিচারের আশায় আদালতে দারস্ত হয়েছেন তিনি। আর এই সমস্ত বিষয় সোমা মুখার্জির সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন এড়িয়ে যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here