ভোট প্রক্রিয়ায় হস্তক্ষেপ! রাজ্যপালের বিরুদ্ধে এবার কমিশনে নালিশ তৃণমূলের

0
55

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৮ এপ্রিল, কলকাতা: রাত পোহালেই দেশে প্রথম দফার ভোট শুরু হতে চলেছে। এদিকে, তার ঠিক আগে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, রাজ্যপাল নির্বাচন প্রক্রিয়ায় বার বার হস্তক্ষেপ করছেন।

পাশাপাশি  কমিশনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রচার বন্ধ হওয়ার পরেও যে এলাকায় ভোট সেখানে আজ এবং কাল ভোট কেন্দ্রে যাওয়ার চেষ্টা করেছেন রাজ্যপাল। যা নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী বেআইনি।

তৃণমূলের পক্ষ থেকে কমিশনে পাঠানো চিঠিতে সরাসরি অভিযোগ করা হয়েছে, ‘প্রচার বন্ধ হওয়ার পর সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটার নন, এমন রাজনৈতিক ভাবে প্রভাবশালী ব্যক্তিরা ভোটমুখী কেন্দ্রগুলিতে থাকতে পারেন না৷ রাজ্যপাল সি ভি আনন্দ বোস অতীতে উত্তরবঙ্গে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন৷ তিনি ভোটের আগের দিন এবং ভোটের দিন আলিপুরদুয়ারে উপস্থিত থাকলে অবাধ নির্বাচনে প্রভাব পড়তে পারে৷ ফলে তাঁর এই সফরকে ভোট প্রক্রিয়ায় হস্তক্ষেপ বলেই গণ্য করা উচিত৷’

শুক্রবার উত্তরবঙ্গের তিন জেলা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভোট। রাজভবনের তরফে জানা গেছিল, ভোটের সারাদিন কোচবিহারেই থাকতে চেয়েছিলেন রাজ্যপাল। সেই মতো বৃহস্পতিবারই তাঁর জেলার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু তাঁকে কোচবিহার যেতে স্পষ্টত বারণ করে দিয়েছে নির্বাচন কমিশন।

তিনি ভোটের দিন সেখানে গেলে নির্বাচনী বিধিভঙ্গ হতে পারে, জানিয়েছে কমিশন। এই বিষয়টিকেই ইস্যু করেছে তৃণমূল। নির্বাচন কমিশনের কাছে যে চিঠি দিয়েছে, তাতে রাজ্যপালকে ‘পলিটিক্যালি এক্সপোসড’ বলেও উল্লেখ করেছে শাসকদল। দেখা গিয়েছে, এর আগেও ভোটপর্ব চলাকালীন রাজ্যপাল সংশ্লিষ্ট এলাকাগুলিতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। যদিও কমিশনের বাধায় তিনি যেতে পারেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here