বছরের প্রথম দিনে বিপত্তি, জয় রাইডে বেরিয়ে দার্জিলিঙে লাইনচ্যুত টয় ট্রেন

0
20

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১ জানুয়ারি, দার্জিলিংঃ বছরের প্রথম দিন জয় রাইডে বেরিয়ে দার্জিলিঙে লাইনচ্যুত হল একটি টয় ট্রেন। সোমবার বিকালে ম্যারি ভিলার কাছে লাইনচ্যুত হয়ে যায় টয় ট্রেনটি। দুটি বগিতে অন্তত ৬০ জন পর্যটক ছিলেন। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। ঘটনায় কেউ হতাহত হননি বলে খবর।

যে টয় ট্রেনটি দুর্ঘটনার মুখে পড়ে সেটি দার্জিলিং স্টেশন থেকে যাত্রা শুরু করেছিল। ঘুম স্টেশন হয়ে সোনাদা ঘুরে আবার দার্জিলিং স্টেশনের দিকে যেতে গিয়েই বিপত্তি ঘটে। ঘুম স্টেশন থেকে তিন কিলোমিটার দূরে ম্যারি ভিলাতে লাইনচ্যুত হয় টয় ট্রেনটি।

এই দুর্ঘটনা প্রসঙ্গে উত্তর-পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, ‘‘ঘুম এবং দার্জিলিং স্টেশনের মাঝে একটি জয় রাইডের স্টিম ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার সময় পর্যটকেরা ট্রেনে ছিলেন। তবে দুর্ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ওই পর্যটকদের পরে সড়কপথে দার্জিলিং পাঠানো হয়েছে।’’

বস্তুত, দার্জিলিংয়ে অনেকেরই চাহিদার তালিকায় শীর্ষে থাকে টয়ট্রেন। এই জয় রাইডটি করতে মুখিয়ে থাকে আট থেকে আশি। অনেকেই শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত টয় ট্রেনের দীর্ঘ সময়ের যাত্রা থেকে বিরত থাকেন। তবে হেরিটেজ টয় ট্রেনে চড়ার আনন্দ উপভোগ করতে তাঁদের অনেকে জয় রাইডে যান। বছরের শুরুতে সেই জয় রাইডেই বিপত্তি ঘটল। কী ভাবে এই ঘটনা ঘটল, তার তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here