কোচবিহারের নিশীথের বিরুদ্ধে তৃনমূল প্রার্থী জগদীশ চন্দ্র বাসুনিয়া, বাংলার ৪২ কেন্দ্রে তৃণমূল প্রার্থী কারা ? একনজরে দেখুন……

0
222

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১০ মার্চঃ লোকসভা নির্বাচন ঘোষণার আগে গত ২রা মার্চ শনিবার বিজেপির তরফে বাংলার ২০ কেন্দ্রে লোকসভার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল। রবিবার তৃণমূল ব্রিগেডে ‘জনগর্জন সভা’র মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আসন্ন লোকসভা ভোটের প্রচার শুরু করছে। এদিন বক্তব্য শেষে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডের ‘জনগর্জন সভা’ থেকেই ২০২৪ সালের লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করার নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা থেকেই ৪২টি আসনের প্রার্থী ঘোষণা করেন তিনি।

দেখে নিন একনজরে লোকসভা ভোট ২০২৪-এ তৃণমূলের ৪২ জন প্রার্থী তালিকা

১) কোচবিহার (তফসিলি জাতি): জগদীশ চন্দ্র বাসুনিয়া।

২) আলিপুরদুয়ার (তফসিলি উপজাতি): প্রকাশ চিক বরাই

৩) জলপাইগুড়ি (তফসিলি জাতি): নির্মলচন্দ্র রায়।

৪) দার্জিলিং: গোপাল লামা।

৫) রায়গঞ্জ: কৃষ্ণ কল্যাণী।

৬) বালুরঘাট: বিপ্লব মিত্র।

৭) মালদা উত্তর: প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়।

৮) মালদা দক্ষিণ: শাহনওয়াজ আলি রেহান

৯) জঙ্গিপুর: খলিলুর রহমান।

১০) বহরমপুর: ইউসুফ পাঠান।

১১) মুর্শিদাবাদ: আবু তাহের খান

১২) কৃষ্ণনগর: মহুয়া মৈত্র।

১৩) রানাঘাট (তফসিলি জাতি): মুকুটমণি অধিকারী

১৪) বনগাঁ (তফসিলি জাতি): বিশ্বজিৎ দাস।

১৫) ব্যারাকপুর: পার্থ ভৌমিক।

১৬) দমদম: সৌগত রায়।

১৭) বারাসত: কাকলি ঘোষ দস্তিদার।

১৮) বসিরহাট: হাজি নুরুল ইসলাম।

১৯) জয়নগর (তফসিলি জাতি): প্রতিমা মণ্ডল।

২০) মথুরাপুর (তফসিলি জাতি): বাপি হালদার।

২১) ডায়মন্ড হারবার: অভিষেক বন্দ্যোপাধ্যায়।

২২) যাদবপুর: সায়নী ঘোষ।

২৩) কলকাতা দক্ষিণ: মালা রায়।

২৪) কলকাতা উত্তর: সুদীপ বন্দ্যোপাধ্যায়।

২৫) হাওড়া: প্রসূন বন্দ্যোপাধ্যায়।

২৬) উলুবেড়িয়া: সাজদা আহমেদ।

২৭) শ্রীরামপুর: কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

২৮) হুগলি: রচনা বন্দ্যোপাধ্যায়।

২৯) আরামবাগ (তফসিলি জাতি): মিতালি বাগ।

৩০) তমলুক: দেবাংশু ভট্টাচার্য।

৩১) কাঁথি: উত্তম বারিক।

৩২) ঘাটাল: দেব। (দীপক অধিকারী)।

৩৩) ঝাড়গ্রাম (তফসিলি উপজাতি): কালীপদ সোরেন।

৩৪) মেদিনীপুর: জুন মালিয়া।

৩৫) পুরুলিয়া: শান্তিরাম মাহাতো।

৩৬) বাঁকুড়া: অরূপ চক্রবর্তী।

৩৭) বিষ্ণুপুর (তফসিলি জাতি): সুজাতা খাঁ মণ্ডল

৩৮) বর্ধমান পূর্ব (তফসিলি জাতি): শর্মিলা সরকার।

৩৯) বর্ধমান-দুর্গাপুর: কীর্তি আজাদ।

৪০) আসানসোল: শত্রুঘ্ন সিনহা।

৪১) বোলপুর (তফসিলি জাতি): অসিতকুমার মাল।

৪২) বীরভূম: শতাব্দী রায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here