রামনবমী বন্ধ করার ষড়যন্ত্র করেছিল তৃণমূল, বালুরঘাটে বললেন মোদি

0
23

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৬ এপ্রিল, বালুরঘাট:  পশ্চিমবঙ্গে যাতে রামনবমী পালন না করা যায়, সেজন্য ষড়যন্ত্র করেছিল তৃণমূল কংগ্রেসের সরকার। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। মঙ্গলবার বালুরঘাট থেকে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেন, “রামনবমী আটকানোর সমস্ত রকমের ষড়যন্ত্র করেছে তৃণমূল। রামনবমী গুরুত্বপূর্ণ, নববর্ষও গুরুত্বপূর্ণ আর নবরাত্রিও গুরুত্বপূর্ণ। এটা প্রথম রামনবমী, যখন অযোধ্যার রামমন্দিরে রামলালা বিরাজমান আছেন।’’

তিনি আরও বলেন, “আমি জানি, তৃণমূল প্রত্যেকবারের মতো এখানে রামনবমী আটকানোর জন্য সব ষড়যন্ত্র করেছে, কিন্তু জয় সত্যেরই হয়েছে। এই কারণে আদালতের থেকে অনুমতি মিলেছে। কাল রামনবমীর শোভাযাত্রা বের হবে।” রাত পোহালেই রামনবমী। ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। রামনবমী নিয়ে সোমবার কোচবিহারের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, “রামনবমী ওদের সংঘর্ষ করার দিন।”

সভায় উপস্থিত সংখ্যালঘুদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছিলেন, “ওদের প্ররোচনায় কেউ কান দেবেন না। সংঘর্ষে পা বাড়াবেন না। কেউ যদি আপনাকে গালাগালিও দেয়, তা-ও যাবেন না।” মুখ্যমন্ত্রী বলেন, “আমি মনে করি, রামনবমী সম্মানের দিন, ঐক্যের দিন।” তারই পাল্টা প্রধানমন্ত্রী বলেন, “শোভাযাত্রার অনুমতি থাকে না, কিন্তু শোভাযাত্রায় ঢিল ছোড়ার লোকেদের অনুমতি দেওয়া হয়।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here