পুজোর মুখে সুখবর, দ্রুত উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং শুরুর নির্দেশ দিল হাইকোর্ট

0
52

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৭ অক্টোবর, কলকাতাঃ উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্রত কাউন্সেলিং শুরুর নির্দেশ দিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। স্কুল সার্ভিস কমিশন আগেই নিয়োগের ১৩ হাজার চাকরিপ্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছিল। নিয়োগ প্রক্রিয়া শুরু করতে প্রয়োজন ছিল আদালতের অনুমতির। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট উচ্চ প্রাথমিকে নিয়োগের কাউন্সেলিং শুরুর নির্দেশ দিল।

উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য ২০১৪ সালে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২০১৫ সালে পরীক্ষা নেওয়া হয়। ২০১৬ সালে নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশ করেছিল কমিশন। ২০১৯ সালে মেধাতালিকা প্রকাশ করাও হয়েছিল। কিন্তু তারপর আর নিয়োগ হয়নি। প্রসঙ্গত, ২০১৬ সালের উচ্চ প্রাথমিক পরীক্ষা হওয়ার পর অনেক চাকরি প্রার্থী হাইকোর্টে মামলা করেন।

তাঁদের অভিযোগ ছিল, টেট পরীক্ষায় দুর্নীতি হয়েছে। সেই মামলা গড়ায় ডিভিশন বেঞ্চে। মঙ্গলবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ উচ্চ প্রাথমিকে কাউন্সিলিংয়ের নির্দেশ দিল। তবে হাইকোর্ট আরও বলে, আদালতের অনুমতি ছাড়া নিয়োগ করতে পারবে না কমিশন।

অর্থাৎ কাউন্সিলিংয়ের পর আদালতকে জানাতে হবে। তালিকাও দিতে হবে। তারপরই নিয়োগ নিয়ে হাইকোর্ট চূড়ান্ত নির্দেশ দেবে। ৩১৮ দিন ধরে ধর্মতলায় নিয়োগের দাবিতে ধর্না চালাচ্ছেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। পুজো মুখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে তাঁদের জন্য সুখবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here