বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ধমক দিতেই অনামিকার নিয়োগের বিজ্ঞপ্তি জারি পর্ষদের

0
52

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৯ সেপ্টেম্বর, কলকাতাঃ শিলিগুড়ির অনামিকা রায়কে চার মাস পরেও নিয়োগপত্র না দেওয়ায় সোমবার দুপুরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্নের মুখে পড়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। ববিতা সরকারের চাকরি কেন অনামিকা রায়কে দেওয়া হয়নি, সেই নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। দেখা গেল তার কয়েক ঘণ্টা যেতে না যেতেই মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে অনামিকার চাকরির কথা জানাল।

পর্ষদের ওয়েবসাইটে জানানো হয়েছে, আগামী বুধবার অনামিকাকে নিয়োগপত্র দেওয়া হবে। নিয়োগপত্র নিতে মঙ্গলবার রাতের ট্রেনে কলকাতা যাচ্ছেন অনামিকা। শুধু অনামিকা নন, আরও চারজন চাকরিপ্রার্থীর হাতে ওইদিন নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পর্ষদ।

প্রসঙ্গত, এক বছরেরও বেশি সময় আগে নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল বিধায়ক পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি কেড়ে শিলিগুড়ির ববিতা সরকারকে সেই চাকরি দিয়েছিলেন বিচারপতি। কিন্তু ববিতা তথ্য ভুল দেওয়ায় গত মে মাসে তাঁর শিক্ষকতার চাকরি ফিরিয়ে নেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওই চাকরি শিলিগুড়িরই অনামিকা রায়কে দেওয়ার নির্দেশ দেন তিনি।

বিচারপতির নির্দেশের পর চার মাস কেটে গিয়েছে।
তবে এখনও চাকরি পাননি, এমন অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনামিকা। এদিন দুপুরে এই মামলায় শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় পর্ষদের কাছে কৈফিয়ত চান, কেন চারমাস কেটে গেলেও চাকরি দেওয়া হয়নি অনামিকাকে।

গতকাল বিচারপতিকে বলতে শোনা যায়, “কেন চাকরি আটকে থাকবে? উনি কি সন্ত্রাসবাদী?’’ জানতে চান, ‘‘কেন ভেরিফিকেশন হয়নি? কোন থানা ছিল দায়িত্বে?’’ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটকে মঙ্গলবার দুপুর ৩টের মধ্যে এই বিষয়ে আদালতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার আগেই পর্ষদ অনামিকার নিয়োগের কথা জানাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here