চোপড়ায় রাজ্যপাল, মৃত ৪ শিশুর পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা বোসের

0
34

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২০ ফেব্রুয়ারি, চোপড়াঃ চোপড়ায় গেলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।  চার শিশুর পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যপাল। পাশে থাকার বার্তা দিয়ে নিজের মোবাইল নম্বর দেন। যাতে প্রয়োজনে সরাসরি রাজ্যপালের সঙ্গে কথা বলতেন পারেন সন্তানহারা অভিভাবকরা। এর পাশাপাশি সন্তান হারানোর ৪ পরিবারকে ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যও করেছেন রাজ্যপাল।

প্রসঙ্গত, গত সোমবার চোপড়ার চেতনাগাছে বিএসএফ-এর খোঁড়া নর্দমার মাটি চাপা পড়ে ৪ শিশুর মৃত্যু হয়। সোমবার ঘটনাস্থলে গিয়ে কেন্দ্রকে নিশানা করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর মন্তব্য, ‘বিএসএফের উদাসীনতায় এ ঘটনা শিশুদের জীবন্ত কবর বলা যেতে পারে।’ ঘটনায় বিএসএফের গাফিলতির অভিযোগ তুলে সরব শাসক দল। রাজ্যপালের কাছে দরবার করেন তৃণমূলের প্রতিনিধিরা।

এই প্রেক্ষাপটে চোপড়ায় গেলেন বোস। এদিন যে গর্তে পড়ে চার শিশুর মৃত্যু হয়েছে সেটিও পরিদর্শন করেন রাজ্যপাল বোস। এর পরই চলে যান চার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে। রাজ্যপালকে কাছে পেয়েই কান্নায় ভেঙে পড়েন তাঁরা। প্রত্যেকের সঙ্গে কথা বলেন রাজ্যপাল।

পাশে থাকার আশ্বাস দিয়ে নিজের মোবাইল নম্বর দেন। বলেন, “প্রয়োজনে সরাসরি আমাকে ফোন করবেন।” এর পাশাপাশি রাজ্যপাল জানিয়েছেন, পুরো বিষয়টি কেন্দ্রকে জানানো হবে। এদিন দুপুরে বিএসএফ ক্যাম্পেও যান সিভি আনন্দ বোস। সেখানে এক প্রস্থ আলোচনা হয় বলেও খবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here