চাকরির টোপ দিয়ে শ্লীলতাহানি! রাজ্যপালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে থানায় রাজভবনের কর্মী

0
83

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২ মে, কলকাতা: রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে রাজভবনেরই এক মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ আনলেন। ঘটনা ঘিরে শোরগোল পড়ে গেছে। সূত্রের খবর, এই অভিযোগ যিনি করেছেন, তিনি রাজভবনেরই অস্থায়ী কর্মী। ইতিমধ্যে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে।

পুলিশকে ওই মহিলা জানিয়েছেন, তিনি থাকতেন রাজভবনের কর্মীদের হস্টেলে। সম্প্রতি তাঁকে একটি বিশেষ কাজের দায়িত্ব দেন রাজ্যপাল। গত ১৯ এপ্রিল তাঁকে বায়ো ডেটা নিয়ে রাজভবনে নিজের দফতরে দেখা করতে বলেন সিভি আনন্দ বোস। ২৪ এপ্রিল রাজ্যপালের চেম্বারে যান তিনি। সেখানে রাজ্যপাল তাঁকে বলেন, তাঁর অস্থায়ী চাকরি স্থায়ী হয়ে যাবে। মহিলাকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ব্যবস্থা করবেন তিনি। এরপরই কুপ্রস্তাব এবং শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।

তবে সামাজিক সম্মানের কথা ভেবে সে সময় তিনি বিষয়টি কাউকে জানাননি বলে পুলিশের কাছে দাবি করেছেন। মহিলার আরও দাবি, ২ মে অর্থাৎ বৃহস্পতিবার ফের তাঁকে দেখা করতে বলেন রাজ্যপাল। এদিন অবশ্য ওই মহিলা  সুপার ভাইজারকে নিয়ে বোসের চেম্বারে গিয়েছিলেন বলে দাবি। পুলিশকে তিনি জানিয়েছেন, রাজ্যপাল সুপারভাইজারকে বেরিয়ে যেতে বলেন। এরপর ফের তাঁকে এদিন রাজ্যপাল কুপ্রস্তাব দেন বলে অভিযোগ। এমনকী শ্লীলতাহানিও করেন।

পুলিশকে ওই মহিলা জানিয়েছেন, তিনি কোনও মতে সেখান থেকে বেরিয়ে রাজভবনের পুলিশ আউটপোস্টে যান। তাঁরা তাঁকে হেয়ারস্ট্রিট থানায় যেতে বলেন। এরপরই সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে, রাজ্যপাল যেহেতু সাংবিধানিক প্রধান তাই তাঁর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া যায় না।

সংবিধানের ৩৬১ ধারায় কর্মরত রাজ্যপাল বা রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না। তাঁকে গ্রেফতারও করা যায় না। শুধুমাত্র এব্যাপারে রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানানো যেতে পারে। এদিকে অভিযোগ নিয়ে রাজনৈতিক মহলে চরম শোরগোল শুরু হয়েছে। ইতিমধ্যে রাজ্যপালকে আক্রমণ করে বিবৃতি দিয়েছে তৃণমূল।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here