ডেঙ্গি নিয়ে বাড়ছে উদ্বেগ, মুর্শিদাবাদে প্রাণ গেল মহিলার

0
13

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩১ অগাস্ট, বহরমপুরঃ রাজ্যে ফের ডেঙ্গির বলি এক মহিলা। জঙ্গিপুর মহকুমায় এই প্রথম ডেঙ্গিতে মৃত্যু হল। মৃতার নাম চামেলি বিবি(৩২)। সুতি ২ নম্বর ব্লকের অরঙ্গাবাদ -২ গ্রাম পঞ্চায়েতের খানাবারি গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।

২৭ অগাস্ট জ্বরে আক্রান্ত হয়ে মহেশাইল গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হন ওই মহিলা। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় আহিরণ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। বুধবার জঙ্গিপুর মহকুমা হাসাপাতালে স্থানান্তরিত করা হলে সেখানে রাতে মারা যান তিনি। তাঁর রক্ত পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়েছিল।

জানা গিয়েছে, চামেলি বিবির স্বামী চেন্নাইয়ে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করেন। স্ত্রীর মৃত্যুর খবর শুনে সেখান থেকে রওনা দিয়েছেন। ইতিমধ্যে সুতি ১ ব্লকে ৬ জন ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলেছে। সুতি ২ ব্লকেও ৩৬ জন আক্রান্তের হদিস মিলেছে। তবে মৃত্যু এই প্রথম।

প্রসঙ্গত, রাজ্যজুড়ে ডেঙ্গির বাড়বাড়ন্ত। বহু মানুষ জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। প্রাণও যাচ্ছে অনেকের। তবে ডেঙ্গি নিয়ে সতর্ক রয়েছে প্রশাসন। ব্লক প্রশাসনকে ডেঙ্গি বিরোধী প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here