জালিয়াতি করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আত্মসাৎ! ময়না থেকে গ্রেপ্তার বিজেপি নেতা

0
76

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১০ এপ্রিল, কলকাতা: বিডিওর পাসওয়ার্ড লগ ইন হ্যাক করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আত্মসাতের অভিযোগে ময়না থেকে বিজেপির বুথ সভাপতি-সহ ৩ জনকে গ্রেপ্তার করল খানাকুল থানার পুলিশ। ধৃত বিজেপি নেতার নাম অশোক দাস। জানা গিয়েছে, ময়না-১ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ হরকুলি গ্রামের বাসিন্দা বিজেপির বুথ সভাপতি অশোকের ছেলে শ্রীকান্ত দাস।

শ্রীকান্ত একটি এজেন্সির মাধ্যমে প্রশাসনিক স্তরে ভোটার কার্ড, আধার কার্ডের ডেটা অপারেটিংয়ের কাজ করতেন। বিভিন্ন সরকারি অফিসে বরাত পাওয়া ওই সংস্থা পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি জেলায় শ্রীকান্তকে পাঠাত। আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে ময়নার ওই যুবক হুগলির খানাকুল-২ ব্লকের বিডিও-র লগইন ব‌্যবহার করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জালিয়াতি করেছেন বলে অভিযোগ।

খানাকুল ২ ব্লক এলাকার লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তাদের নামের সঙ্গে ময়নার ১২ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্ত (লিঙ্ক) করে দেন। তার ফলে লক্ষ্মীর ভান্ডারের যে টাকা রাজ্য সরকার দিচ্ছে, তা চলে যেত বিজেপি নেতার অনুগামীদের অ্যাকাউন্টে। এ ভাবেই গত কয়েক মাস ধরে ওই বিজেপি নেতা অশোক দাস -সহ ১২ জন পুরুষ লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক সুবিধা পেয়ে চলেছেন।

দিনকয়েক আগেই কারচুপির বিষয় নজরে আসে খানাকুল ব্লক প্রশাসনের। সেইমতো ওই ১২ জনের অ্যাকাউন্ট নম্বর বাদ পড়ে। প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় খানাকুল ২ ব্লকের বিডিও ১২ জনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন। খানাকুলের বিডিওর অভিযোগের ভিত্তিতে ময়না থেকে বিজেপির বুথ সভাপতি অশোক দাস, সনাতন জানা, গোপাল জানা-সহ মোট তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

তবে মূল অভিযুক্ত বিজেপি নেতার ছেলে পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে।বিষয়টি নিয়ে জেলা বিজেপি সহ সভাপতি আশিস মণ্ডল বলেন, ” আইন আইনের পথে চলবে। কেউ যদি দোষী সাব্যস্ত হয়, দল দেখার তো দরকার নেই। শাস্তি পাবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here